E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীপুরে আ.লীগ নেতার বাড়িতে বিষ্ফোরণ, দগ্ধ ২

২০২৪ ডিসেম্বর ২১ ১৮:১০:১৫
শ্রীপুরে আ.লীগ নেতার বাড়িতে বিষ্ফোরণ, দগ্ধ ২

ষ্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে এক আ'লীগ নেতার বাড়িতে বিস্ফোরণে উড়ে গেছে ঘরের দরজা জানালা। দগ্ধ হয়েছে দুই জন।

আজ শনিবার সকালে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের আবুল হাসেমের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবুল হাসেম প্রধান শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের মৃত গফফার প্রধানের ছেলে। তিনি শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক।

বিষ্ফোরণে ভবনের একটি জানালা খুলে পড়েযায়। দ্বগ্ধ হন আবুল হাসেমের স্ত্রী শামসুন্নাহার (৩৫) ছেলে মো: সানোয়ার হোসেন (১৬)। স্বজনরা আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটি পাঠায়।

প্রত্যক্ষদশী আব্দুল গফুর বলেন, হঠাৎ ওই বাড়িতে বিকট শব্দ শুনতে পাই। ছুটে গিয়ে দেখি মা ছেলে দ্বগ্ধ অবস্থায় পড়ে আছে। তাদের উদ্ধার করে ঢাকার হাসপাতালে পাঠানো হয়ে। বিস্ফোরণে সামসুন্নাহারের মুখ সহ শরীরের বিভন্ন স্থান ঝলশে গেছে। ঘরের মেঝেতে হাঁড়িপাতিল এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। ঘরের দরজা ছিটকে পড়ে রয়েছে।

শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। দোতলা ভবনটি তালাবদ্ধ করে রাখা হয়েছে। ইতিমধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছেন। ভেতরে কি ধরনের বিস্ফোরণ হয়েছে সেটি দেখা এখনও সম্ভব হয়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থলে এসে দেখি বাসার প্রধান ফটকে তালাবদ্ধ। ভেতরে প্রবেশ করে বিস্তারিত জানতে একটু সময় লাগছে। বাড়িতে কেউ না থাকায় বাড়িতে প্রবেশ করা যাচ্ছে না। তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জয়নাল আবেদীন মন্ডল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।

(এস/এসপি/ডিসেম্বর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test