E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হত্যার হুমকি, থানায় মামলা

সোনারগাঁয়ে বোনের কাছে টাকা পাঠিয়ে প্রতারিত হলেন শিউলি আক্তার

২০২৪ ডিসেম্বর ২১ ১৭:৫৯:২১
সোনারগাঁয়ে বোনের কাছে টাকা পাঠিয়ে প্রতারিত হলেন শিউলি আক্তার

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রবাসী বড়বোনের টাকা আত্মসাৎ করে ছোটবোনের নামে জমি কেনায় প্রতারিত ও হত্যার হুমকিতে সোনারগাঁ থানায় মামলা করেছেন ভুক্তভোগী বড়বোন শিউলি আক্তার। 

নিজের নামে জমি কিনতে বিদেশ থেকে নিজের কষ্টার্জিত টাকা দেশে আপন বোন হালিমা আক্তার খুকির কাছে পাঠান অপর বোন শিউলি আক্তার। এমনকি বিদেশ যাওয়ার আগে নিজ মায়ের সামনে ঐ বোনকে আরো তিন ভরি স্বর্ণও দিয়ে যান শিউলি। কিন্তু বিদেশ থেকে এসে সেই টাকা আর স্বর্ণ ফেরত চাওয়ায় শারীরিক নির্যাতনসহ তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় হলিমা আক্তার খুকি ও তার স্বামী শামীম। ঘটনাটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভার ইছাপাড়া গ্রামের। এ ব্যাপারে ভুক্তভোগী শিউলি থানায় অভিযোগ করার পর মামলা হিসেবে গ্রহণ করা হয়।

অভিযোগ থেকে জানা যায়, সে পৌরসভার আদমপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে এবং সে সৌদী প্রবাসী। বিদেশ থাকাকালীন সে তার ছোট বোন হালিমা আক্তার খুকির কাছে নিজ নামে জমি কেনার জন্য, প্রথম ধাঁপে পঁচিশ লাখ ও দ্বিতীয় ধাঁপে আরো চৌদ্দ লাখ দশ হাজার টাকাসহ মোট উনচল্লিশ লাখ দশ হাজার টাকা পাঠায়। এছাড়া বিদেশে যাওয়ার আগে,তার মায়ের সামনে হালিমার কাছে আরো তিন ভরি স্বর্ণও রেখে যান। সম্প্রীতি তিনি জানতে পারেন ডিপিএস এর মাধ্যমে বিদেশ থেকে পাঠানো তার টাকা দিয়ে তার নামে নয়, বোন হালিমা আক্তার খুকি নিজের নামেই জমি কিনেছে। সম্প্রতি শিউলি বিদেশ থেকে দেশে ফিরে তার টাকায় ক্রয় করা জমি ফেরৎ চাইলে ক্ষিপ্ত হয়ে বোন হালিমা আক্তার খুকি ও খুকির স্বামী ইছাপাড়া গ্রামের মোরশেদ আলীর ছেলে শামীম, আদমপুর গ্রামের মাইনুদ্দিনের স্ত্রী তানিয়া ও তার অপর বোন হোসনেআরা তাকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয় এবং এ বিষয়ে বাড়াবাড়ি করলে মেরে ফেলারও হুমকি দেয় তারা। তার কষ্টার্জিত টাকা বা টাকায় কেনা সম্পত্তি ফিরে পেতে থানায় অভিযোগের পর মামলা হিসেবে গ্রহন করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী জানান, শিউলি আক্তারের দেওয়া অভিযোগে মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

(এসবি/এসপি/ডিসেম্বর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test