E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শিশু কল্পনা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ১

২০২৪ ডিসেম্বর ২১ ১৬:২১:৪৭
শিশু কল্পনা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ১

নবী নেওয়াজ, পাবনা : পাবনার চাটমোহরে শিশু কন্যা কল্পনা খাতুনকে নৃশংসভাবে হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যার সাথে জড়িত নুরুজ্জামান মল্লিক ওরফে নূর জামাল (১৭)কে গ্রেফতার করেছে পাবনা জেলা পুলিশ। নূর জামাল চাটমোহর থানার চর- মথুরাপুর এলাকার আনিছুর রহমানের ছেলে।

আজ শনিবার সকালে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রেজিনূর বহমান বিষয়টি নিশ্চিত করেন।

অভিযুক্ত নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল (১৭) ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, ভিকটিম কল্পনা খাতুন (৩৯) তার প্রতিবেশী ভাতিজী হয়। তার বাড়ীর পার্শ্বেই অভিযুক্তের বাড়ী। গত শুক্রবার (১৩ ডিসেম্বার) পার্শ্ববর্তী ভাঙ্গুড়া থানাধীন দহপাড়া খানকা শরিফে ইসলামী জালসা ছিল। অভিযুক্ত নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল উক্ত জালসায় গিয়ে ঘোরা ঘুরির এক পর্যায়ে একই দিন রাতে জালসার পার্শ্ববর্তী স্কুল মাঠে গিয়ে ৫০ টাকার মাদকদ্রব্য গাঁজা ক্রয় করে সেবন করে। গাঁজা সেবন করার পরে অভিযুক্ত নুরুজ্জামান মল্লিক ওরফে নুর জামাল এর শরীরে খারাপ অনুভূতি হওয়ায় সে স্কুল মাঠ থেকে বাড়ীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। বাড়ী ফেরার পথে স্কুল মাঠের কোনায় নাগরদোলার পার্শ্বে ভিকটিম কল্পনা খাতুনকে বসে থাকতে দেখে ভিকটিমকে বাড়ী যাওয়ার কথা বলে। অভিযুক্ত নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল সেখান থেকে ভিকটিম কল্পনা খাতুনকে বাড়ীতে নিয়া যাওয়ার কথা বলে রওনা করে। কিন্তু অভিযুক্ত নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল বাড়ীর রাস্তায় না গিয়ে তার বিকৃত যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ভিকটিমকে পায়ে হাটিয়ে চাটমোহর থানাধীন গুনাইগাছা ইউপিস্থ পৈল্লানপুর সাকিনে চাকলার দিয়ার বিলের মধ্যে মোহাম্মাদ আলী এর লিচু বাগানে নিয়ে যায় সেখানে যাওয়ার পরে ভিকটিম কল্পনা খাতুন অভিযুক্ত নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামালকে বলে আমাকে বাড়ীতে না নিয়ে এখানে নিয়ে আসছেন কেন? তাড়াতাড়ি আমাকে বাড়ীতে নিয়ে চলো বলে ভিকটিম কল্পনা খাতুন কান্নাকাটি শুরু করে। অভিযুক্ত নুরুজ্জামান মলি-ক ওরফে নুরজামাল ভিকটিমের কান্নাকাটির কারনে লোকজন জেনে যাবে এমন ভয়ে ভিকটিম কল্পনা খাতুন এর গলা চেপে ধরে। কিছুক্ষণ গলা চেপে ধরে থাকার কারনে। ভিকটিম কল্পনা খাতুন শ্বাসরোধ হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। অভিযুক্ত নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল ভিকটিম কল্পনা খাতুন এর মৃত্যু নিশ্চিত করার জন্য তার পড়নের পায়জামা খুলে ভিকটিমের গলায় ফাঁস লাগাইয়া মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল হতে পুনবায় দহগ্রাম খানকা শরীফের জালসায় চলে যায়। জালসা থেকে বাড়িতে যাওয়ার সময় ভিকটিম এর মা তাছলিমা খাতুন এর সাথে দেখা হয়। তখন ভিকটিম এর মা তারলিমা খাতুন ভিকটিম কল্পনা খাতুন এর নিখোঁজের বিষয়টি জানালে অভিযুক্ত নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল বলে তার সাথে কোথাও দেখা হয় নাই। পরে অভিযুক্ত নুরুজ্জামান মল্লিক ওরফে নুরজামাল ভিকটিমের মা তাছলিমা খাতুনের সহিত ভিকটিমকে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে রাত ১২.৩০ টার সময় তার বাড়ীতে গিয়ে ঘুমিয়ে পড়ে।

প্রসঙ্গত, নিহত কল্পনা মথুরাপুর ওয়াপদা বাঁধ এলাকার আলাল হোসেনের মেয়ে এবং চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। এ সময় শিশুর পরনের সালোয়ার গলায় প্যাঁচানো অবস্থায় পাওয়া যায়।

(এনএন/এসপি/ডিসেম্বর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test