E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিসিসির ৩০ ওয়ার্ডের দায়িত্বে ১৮ কর্মকর্তা

২০২৪ ডিসেম্বর ২১ ১৫:১৫:৫৩
বিসিসির ৩০ ওয়ার্ডের দায়িত্বে ১৮ কর্মকর্তা

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : প্রায় পাঁচ লাখ বাসিন্দার ৫৮ বর্গকিলোমিটারের বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৩০টি ওয়ার্ডে সেবা প্রদানে ১৮ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর আগে ৩০ ওয়ার্ডে কাউন্সিলরের দায়িত্বে ছিলেন বিসিসির ২৬ কর্মকর্তা।

শনিবার সকালে বিসিসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অফিস আদেশে গত ১৮ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন শাখা-১ এর প্রজ্ঞাপন অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিসিসির সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৮ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত ৩ অক্টোবর বিসিসির প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের দেওয়া ওয়ার্ডের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

সূত্রে আরও জানা গেছে, নতুন করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে নগরীর অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার শামীম হোসেনকে ১২ নম্বর ওয়ার্ডে, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গৌতম বাড়ৈকে ৯ ও ১০ নম্বর ওয়ার্ড এবং বিটিসিএলের মহাব্যবস্থাপক ১১ ও ১৬ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। গণপূর্ত অধিদফতরের তত্ত¡াবধায়ক প্রকৌশলী ৭ ও ৮ নম্বর ওয়ার্ড, সড়ক ও জনপথ অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ১৩ ও ২৩ নম্বর ওয়ার্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত¡াবধায়ক প্রকৌশলীকে ১৪ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ৩ ও ৪ নম্বর ওয়ার্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ড এবং বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে ১৫ ও ১৭ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক হেলালউদ্দিন খান ২৮ ও ২৯ নম্বর ওয়ার্ড এবং পরিবেশ অধিদফতরের সিনিয়র ক্যামিষ্ট গোলাম কিবরিয়া ১ ও ২ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন।

বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিবকে ২৬ ও ১৮ নম্বর ওয়ার্ড এবং বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাককে ২৭ ও ৩০ নম্বর ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষার উপ-পরিচালক ৫ ও ৬ নম্বর ওয়ার্ড এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন।

(টিবি/এএস/ডিসেম্বর ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test