E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চলন্ত বাসে ডাকাতি, ছুরির আঘাতে চারজন আহত

২০২৪ ডিসেম্বর ২০ ২৩:৪২:৫৩
চলন্ত বাসে ডাকাতি, ছুরির আঘাতে চারজন আহত

সাভার প্রতিনিধি : সাভারে যাত্রীবাহী একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।

শুক্রবার সন্ধ্যা ছয়টারদিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি'র সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন সন্ধ্যারদিকে ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস চন্দ্রার দিকে যাচ্ছিল। এসময় বাসের ভেতরে যাত্রীবেশে থাকা ডাকাত দলের তিন সদস্য মহাসড়কের রেডিও কলোনি এলাকা পার হওয়ার পর শামীম নামে এক যাত্রীসহ আরও কয়েকজনকে ছুরিকাঘাত ও মারধর শুরু করে। পরে অন্য যাত্রীদের প্রাণনাশের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে বিপিএটিসি'র গেইটের সামনে নেমে পালিয়ে যায়।

বাসের যাত্রী হারুন ওর রশিদ নামে এক ব্যক্তি বলেন, এ ঘটনার পর আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বাসের যাত্রীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই বাসের চালক ও হেলপারকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ও বাসের চালক এবং হেলপারকে হেফাজতে রাখা হয়েছে।

(এসএস/এএস/ডিসেম্বর ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test