E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজৈরে র‍্যালি আলোচনা সভা 

২০২৪ ডিসেম্বর ১৮ ১৭:৩৪:১৮
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজৈরে র‍্যালি আলোচনা সভা 

বিপুল কুমার দাস, রাজৈর : "প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার দুপুরে মাদারীপুরের রাজৈরে পালিত হলো জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস।

রাজৈর প্রশাসনের আয়োজনে এবং ব্র‌্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার(ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আরডিও সাগর সাহা, ব্র্যাক মাইগ্রেন প্রোগ্রাম রাজৈর এর প্রোগ্রাম অর্গানাইজার জালাল শেখ, ব্র্যাক মাইগ্রেন প্রোগ্রাম মাদারীপুর সদরের প্রোগ্রাম অর্গানাইজার উম্মে হাবিবা, প্রবাস বন্ধু ফোরাম সদস্য সাংবাদিক অনাদি কুমার মন্ডল, সাংবাদিক সুজন হোসেন রিফাতসহ বিদেশ ফেরত অভিবাসী সহ আরো অনেকে।

এদিন সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামানে র‍্যালীর মধ্যে দিয়ে 'জাতীয় প্রবাসী দিবস ২০২৪ ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৪' উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর সকাল ১০টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের মিলনায়তন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।

বিশ্ব অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ বলেন, ‘নিরাপদ অভিবাসন নিশ্চিতে সরকার এরই মধ্যে নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। প্রবাসী ও তাদের পরিবার এসব সুবিধাও ভোগ করছে। যেসব শ্রমিক বাংলাদেশ থেকে বিদেশে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন, তারা এখন আগের চেয়ে অনেক বেশি দক্ষতার পরিচয় দিচ্ছেন। এর ফলে তারা নিজের এবং দেশের উন্নয়নে বড় অবদান রাখতে পারছেন।’ তিনি আরো বলেন, ‘আমাদের দেশে তরুণ যুব সমাজকে আত্মকর্মসংস্থানে উদ্যোগী হতে হবে এবং দক্ষ জনসম্পদে পরিণত হতে হবে।’

সভাপতির বক্তব্যে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম দেশব্যাপী অভিবাসীদের উন্নয়নে যে কার্যক্রম পরিচালনা করছে তারও ভুয়সী প্রশংসা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম মাদারীপুর সদরের প্রোগ্রাম অর্গানাইজার উম্মে হাবিবা। তিনি তার বক্তব্যে বলেন, ‘ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম মাদারীপুর বিদেশফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণে নানাবিধ কাজ করছে। এসব কাজে প্রতিনিয়ত সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য উপজেলা প্রশাসন রাজৈরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

(বিডি/এসপি/ডিসেম্বর ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test