E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বাগেরহাটে বিএনপি’র দু’গ্রুপের সংবর্ধনা সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

২০২৪ ডিসেম্বর ১৭ ১৯:২০:৩২
বাগেরহাটে বিএনপি’র দু’গ্রুপের সংবর্ধনা সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে বিএনপির সাবেক এমপি এম এ এইচ সেলিমকে সংবর্ধনা ও একই এলাকায় কচুয়া উপজেলা বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়ায় জেলার কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকায় মঙ্গলবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। দুপুর ২টায় গোয়ালমাঠ এলাকায় মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে বাগেরহাট-২ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপি সাবেক সভাপতি এম এ এইচ সেলিমকে সংবর্ধনা ও একই সময় উপজেলা বিএনপির বিজয় সমাবেশ হওয়ার কথা ছিলো।

১৪৪ ধারা জারির পর মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি ও বিএনপির সাবেক এমপি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সদস্য এম এ এইচ সেলিম পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে এম এ এইচ সেলিম ১৪৪ ধারা জারি থাকায় সংবর্ধনা অনুষ্ঠান না করার কথা জানালেও জেলা বিএনপি’র আহবায়ক এটি এম আকরাম হোসেন তালিম সংবাদ সম্মেলনে নিধারিত সময়ে সমাবেশের কথা জানান। এদিকে পাশাপাশি দুই বিএনপির দুই গ্রুপের সংবর্ধনা সমাবেশকে কেন্দ্রে করে ১৪৪ ধারা জারি হওয়ায় বিএনপির তৃনমূলের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন, বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে সাবেক এমপি এম এ এইচ সেলিম ও তার আপন ছোট ভাই বর্তমান জেলা বিএনপি প্রধান সমন্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি।

রাজনীতির মাঠ দখলে ভাই ভাইকে ছাড় দিতে নারাজ। ছোট ভাই সালামের সাথে জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমও যোগ দিয়েছেন। এই অবস্থায় প্রকাশ্যে সভা সমাবেশে দুই ভাই একে অপরের প্রতি নানা অভিযোগও করছেন। এদিকে বিকালে নির্ধারিত স্থান থেকে দূরে সাইনবোর্ড-কচুয়া সড়কের সাইনবোর্ড বাজারে সড়ককের উপরে কচুয়া উপজেলা বিএনপির আহবায়ক হাজরা জাহিদুল ইসলাম পান্নার সভাপতিত্বে সমাবেশ করে। ট্রাকের উপ দাড়িয়ে সমাবেশে কেন্দ্রীয় বিএনপির গবেষনা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শমিীমুর রহমান শামীম, জেলা বিএনপি আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান দিপু, মনিরুল ইসলাম খান, খাদেম নিয়ামুন নাসির আলাপ, সরদার জাহিদুল ইসলাম প্রমুখ নেতা বক্তব্য রাখেন। সমাবেশ ও বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তারা দুর্দিনে এম এ এইচ সেলিম দলের সাথে না থাকার তীব্র সমালোচনা করেন। তারা ১৪৪ ধারা জারির করার নিন্দা জানিয়ে জেলা প্রশাসককে প্রত্যাহারের দাবি জানান।

বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা বিএনপি'র সাবেক সভাপতি, সাবেক এমপি ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলেরর সদস্য এম এ এইচ সেলিম আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে দেওয়া কলেজ কর্তৃপক্ষের সংবর্ধনা অনুষ্ঠানটি স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন জেলা বিএনপি নেতা এম এ সালাম আমার আপন ছোট ভাইই নয়, সে আমার সন্তন তুল্য। কোন অবস্থাতেই বাগেরহাটে শান্তিপূর্ণ পরিবেশ যাতে নষ্ট না হয় সেজন্য কলেজ কর্তৃপক্ষ আমার সংবর্ধনা অনুষ্ঠানটি স্থগিত করেছে। জেলা বিএনপি'র মধ্যে খাপটি মেরে থাকা একটি মহল যারা দীর্ঘদিন ধরে বিএনপিকে বিভক্ত করে রেখেছে। দলের মধ্যে কোন্দল সৃষ্টি করেছে, নেতা র্মীদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে দলকে সাংগঠনিক ভাবে দুর্বল করেছেন। তারাই আজ সংবর্ধনা অনুষ্ঠান বাধাগ্রস্থ করেছে। সংবাদ সম্মেলনে এমএ এইচ সেলিম পুত্র মেহেদী হাসান প্রিন্স, জেলা বুবদলের সাবেক সবাপতি ফকির তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক মেহবুবুল হক কিশোর, বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর শেখ মাহবুর রহমান টুটুল, বিএনপি সাবেক সহ সভাপতি এডভোকেট আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ স্বাক্ষরিত এক আদেশে অনুষ্ঠানস্থল দুুটিসহ চারপাশের ১ কিলোমিটার এলাকায় ওই আদেশ জারি করা হয়। ওই আদেশে উল্লেখ করা হয়েছে, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়ালমাঠ রশিক লাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ এবং মাজেদা বেগম কৃষি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এবং চারপাশের ১ কিলোমিটারের মধ্যে মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল ধরণের জনসমাগম, সভা সমাবেশ করা, আগ্নেয়ান্ত্র বহন নিষিদ্ধসহ ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করে।

(এসএসএ/এএস/ডিসেম্বর ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test