E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘অত্যাচারের বিচার না করা পর্যন্ত আ'লীগের রাজনীতি করার অধিকার নেই’

২০২৪ ডিসেম্বর ১৭ ১৯:১৭:৫৭
‘অত্যাচারের বিচার না করা পর্যন্ত আ'লীগের রাজনীতি করার অধিকার নেই’

রাজন্য রুহানি, জামালপুর : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও 'আমরা বিএনপি পরিবার'র উপদেষ্টা এম. রাশিদুজ্জামান মিল্লাত বলেছেন, স্বাধীনতা অর্জন করে আমরা সেই স্বাধীনতার ফল ভোগ করতে পারলাম না শুধুমাত্র শেখ মুজিব এবং তার কন্যা শেখ হাসিনার জন্য। শেখ হাসিনা রাষ্ট্র কাঠামো, সমস্ত কিছু ভেঙে দিয়েছেন। ভেঙে দিয়ে তিনি হত্যা, গুম, খুন, রাহাজানি, লুটতরাজ ইত্যাদি করে গিয়ে ইন্ডিয়াতে বসে আবার আমাদের দেশকে অশান্ত করার জন্য পাঁয়তারা করছেন। যদি তিনি এই পাঁয়তারা আরও বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে ৫ই আগস্টের চেয়েও ভয়ংকর ঘটনা ঘটতে পারে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগাঁ মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জামালপুর জেলায় ১৭ জন শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি জাতীয়তাবাদী আইনজীবীদের বলতে চাই, স্বৈরাচারের দোসররা যারা জেলে আছেন, যাদেরকে ধরা হয়েছে তারা যেন বের হতে না পারেন।পুলিশ বাহিনীকে বলতে চাই, স্বৈরাচারের প্রত্যেকটি দোসরকে খুঁজে খুঁজে ধরে ধরে জেলে ভরতে হবে। এই ১৭ বছর ধরে যে আমাদের ওপর যে অত্যাচার হয়েছে, এই অত্যাচারের বিচার না করা পর্যন্ত এই আওয়ামী লীগ এবং তার দোসরদের রাজনীতি করার কোনো অধিকার নেই, আমরা রাজনীতি করতে দিব না।

তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি অত্যন্ত সদয়, অত্যন্ত হৃদয়বান ব্যক্তি। তিনি শহীদ পরিবারের খেয়াল রাখতে আমাদের 'আমরা বিএনপি পরিবার' নামে যে সংগঠন করে গিয়েছেন, সে সংগঠনের মাধ্যমে এখন পর্যন্ত ৩৭টি জেলায় আমরা গিয়েছি এবং ৬৪ জেলায় আমরা শেষ করব। তার নেতৃত্বে
যদি আমাদের সরকার গঠিত হয় তাহলে প্রত্যেকটি শহীদ পরিবারের দায়িত্ব নেবে বিএনপি। যারা শহীদ হয়েছেন, তাদের নামে সরকারি প্রতিষ্ঠান এবং রাস্তাঘাট করা হবে। তাদেরকে আমরা স্মরণ রাখবো ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, 'আমরা বিএনপি পরিবার' সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হলেন তারেক রহমান, আমাদের ভবিষ্যৎ সরকার প্রধান। তিনি বাংলাদেশে যখন পদার্পণ করবেন, আমরা বিশ্বাস করি, জাতীয়তাবাদী দলের শক্তি অনেক বেড়ে যাবে এবং তিনি ঐক্যের সমাজ চান। সেই কারণে আমরা ইউনুস সরকারকে বলতে চাই, আপনার উপদেষ্টাদের ভেতরে স্বৈরাচারের দোসর যারা রয়েছেন, তাদেরকে বের করুন এবং আওয়ামী লীগের যারা হয়েছে এবং ফ্যাসিস্ট যারা রয়েছে তাদেরকে ধরে ধরে জেলে পুরুন।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন আমরা বিএনপি পরিবারের আহ্বান আতিকুর রহমান রুমন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ- সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করে আমরা বিএনপি পরিবারের সদস্য মোস্তাকিন বিল্লাহ।

জেলা বিএনপির আয়োজনে 'আমরা বিএনপি পরিবার' এর পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

(আরআর/এএস/ডিসেম্বর ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test