E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ভাসানী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

২০২৪ ডিসেম্বর ১৭ ১৮:৫৯:৪৮
ভাসানী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : নানা আয়োজনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে  উপাচার্য (ভিসি) প্রফেসর ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষে ‘প্রত্যয়-৭১’ এর পাদদেশে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে বিভিন্ন হল, বিভাগ, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতি, বাঁধন, ধ্রুবতারা, সাহিত্য সংসদ, ক্যারিয়ার ক্লাব, বিজ্ঞান ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রত্যয়-৭১ এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অন্য কর্মসূচির মধ্যে ছিল- শিশুদের চিত্রাংকন ও বিস্কুট দৌড়, ছাত্র বনাম শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ভলিবল প্রতিযোগিতা, ছাত্রী-শিক্ষিকা, মহিলা কর্মকর্তা ও কর্মচারীদের পিলো পাসিং খেলা, গোবিন্দ মন্দিরে বিশেষ প্রার্থণা, বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে হল সমূহে উন্নত মানের খাবার পরিবেশন।

কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

(এসএএম/এএস/ডিসেম্বর ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test