E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ দু'জন আটক

২০২৪ ডিসেম্বর ১৭ ১৭:৩৯:৪৭
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ দু'জন আটক

শেখ এনামূল হক বিদ্যুৎ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ তরুণ ও তরুণীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা এলাকার ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ফুলতুলি এলাকার মোকলেশ মোল্লার ছেলে নাঈম (২৪) ও একই জেলা ও থানার কাঞ্চনমুড়ি এলাকার শেখ শাহাদাতের স্ত্রী সুমা আক্তার (২৫)।

পুলিশ জানায়, পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোলপ্লাজা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চেকপোস্ট এলাকা থেকে একটি পিস্তল ও গুলিসহ তাদের দুইজনকে আটক করা হয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান,গুলিও পিস্তল সহ দুজনকে আটক করা হয়েছে,তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে।

(এসএএইচবি/এএস/ডিসেম্বর ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test