E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ক্রয়কৃত জমি দখলে বাধা, প্রতিকার চেয়ে অভিযোগ

২০২৪ ডিসেম্বর ১৭ ১৭:০৩:১৯
ক্রয়কৃত জমি দখলে বাধা, প্রতিকার চেয়ে অভিযোগ

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ক্রয়কৃত জমি দখলে গেলে বাধা ও প্রাণ নাশের হুমকীর অভিযোগ করেছে আশিক আহম্মেদ নামে এক ব্যবসায়ী।তিনি বালিয়াকান্দি থানা,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজবাড়ী সেনা ক্যাম্পে লিখত অভিযোগ করেছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে বালিয়াকান্দি বাজারের ক্রয়কৃত জমির দখল নিতে গেলে বাঁধার সম্মুখীন হয় তিনি।পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

জমির ক্রেতা আশিক আহম্মেদ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী এলাকার মৃত আব্দুল মজিদ শেখ এর ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করেন।

অভিযুক্তরা হলেন, বালিয়াকান্দির মৃত এস,এম শাহজাহান এর ছেলে ডাঃ আব্দুল্লাহ আল মুরাদ, আব্দুল্লাহ আল জুবায়ের লিটন, মৃত হোসেন আলীর ছেলে মোঃ ফারুক হোসেন, মোঃ রেজাউল আলম রিপন ও মৃত হোসেন আলী শেখ এর ছেলে মোঃ জুয়েল শেখ, মোঃ রুবেল শেখ, মোঃ হিমেল শেখ।

লিখিত অভিযোগে উল্লেখ্য করা হয়,ব্যবসায়ী আশিক আহম্মেদ (জমি ক্রেতা) গত ২০২০ সালে বালিয়াকান্দির মৃত আবুল হাশেম শেখ এর তিন সন্তান ডাঃ আব্দুস সালাম,শেখ মহিউদ্দিন মজনু ও এ্যাড, রেহেনাজ পারভীন এর নিকট থেকে উক্ত জমি ক্রয় করেন। তবে বিভিন্ন অযুহাতে অভিযুক্তরা জমির দখলে পেতে ক্রেতা (আশিক আহম্মেদ) কে বাঁধা প্রদান করছে এমনকি বিভিন্ন লোকজন দিয়ে প্রাণনাশের হুমকি ও দিচ্ছে।

জমি ক্রেতা আশিক আহম্মেদ বলেন, আমি করোনা কালে ঢাকা থেকে বাড়িতে চলে আসি।এসে জমির রেকর্ডীয় মালিকদের কাছ থেকে উক্ত জমি ক্রয় করি।পরে নামজারী কেসে নিজ নামে নামপত্তন পূর্বক হাল সন পর্যন্ত খাজনাদি পরিশোধ করেছি।আজ সকালে জমি বুঝে নিতে আমিন নিয়ে মাপামাপি করতে গেলে অভিযুক্তরা লোক দিয়ে বাঁধা দেয়।জমি ক্রয়ের পর থেকেই অভিযুক্তরা আমাকে জমির উপর যেতে দিচ্ছে না।

অভিযুক্ত ডাঃ আব্দুল্লাহ আল মুরাদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি ঢাকায় আছি ফোনে বিস্তারিত বলতে পারবো না।তবে তিনি যার কাছ থেকে জমি কিনেছে তার কাছে থেকে জমি বুঝে নিক।আমাদের প্রায় ৫০ বছরের দোকান ওইখানে। তবে আজ কি হইছে আমি জানি না।

বালিয়াকান্দির থানার উপ-পরিদর্শক (এস আই) আশিক বলেন, আজ জমি মাপামাপি নিয়ে কিছুটা ঝামেলা হইছে।তবে উভয় পক্ষ কে কাগজ নিয়ে থানায় বসে সমাধান করা হবে।

(একে/এএস/ডিসেম্বর ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test