E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

জামালপুরে অপটিক্যাল ফাইবার কেটে ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত করার অভিযোগ

২০২৪ ডিসেম্বর ১৭ ১৪:৪২:৫১
জামালপুরে অপটিক্যাল ফাইবার কেটে ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত করার অভিযোগ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের দেওয়ানগঞ্জে দীর্ঘদিন ধরে ইনফো সরকার পিএইচ-৩ ইন্টারনেট অপটিক্যাল ফাইবার কেটে সরকারি ও বেসরকারি দপ্তরে ইন্টারনেট সেবা বিঘ্নিত করছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। পরিষেবা বিঘ্নিত করে তারা সুদুরপ্রসারি কোনো উদ্দেশ্য প্রতিফলিত করতে পারে বলে নেটিজেনদের সন্দেহ।

মানহা নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির এবং ওই কোম্পানির অধীনে কর্মরত জামালপুর জেলার ম্যানেজার মো. ওমর ফারুক জানান, কে বা কারা এই অপর্কম করে যাচ্ছে, কি তাদের উদ্দেশ্য, এসব কি সরকারি বেসরকারি কাজ কর্মে জটিলতা সৃষ্টি করার হীন প্রচেষ্টা নাকি রাষ্ট্রোদ্রোহীমূলক কাজ, না কোনো প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী গ্রুপের কাজ? প্রশাসনের এসব খতিয়ে দেখা দরকার।

তারা জানান, দীর্ঘদিন ধরে মানহা নেটওয়ার্ক এন্ড কমিউনিকেশন কোম্পানির নিয়ন্ত্রণে দেওয়ানগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে ইন্টারনেট সেবা দিয়ে আসছি। কিন্তু উপজেলার দেওয়ানগঞ্জ সদর, পাররামরামপুর, হাতীভাঙা ইউনিয়নে গত ৯ ডিসেম্বর সোমবার রাত ৭.৩০ থেকে উল্লেখিত এরিয়ায় লক্ষ্য করা যায় ৯ কিলোমিটার জায়গার বিভিন্ন স্থান থেকে ইনফো সরকার পিএইচ-৩ ইন্টারনেট অপটিক্যাল ফাইবার কেটে ফেলা হয়েছে। আমাদের ২ দিন গভীর রাত পর্যন্ত পুনঃসংযোগ স্থাপনে কাজ করতে হয়েছে। মাস খানেক আগে মাদারগঞ্জেও লাইন কাটায় সেবা বিঘ্নিত হয়েছিল। কে বা কারা এই অপকর্ম করেছে তা খুঁজে দেখা হচ্ছে। কর্তনকৃত ইনফো সরকার পিএইচ-৩ ইন্টারনেট অপটিক্যাল ফাইবারের মূল্য আনুমানিক ৪০ হাজার টাকা।

তারা আরও জানান, জামালপুরের ৭ উপজেলায় আমরা দীর্ঘদিন ধরে সেবা দিয়ে যাচ্ছি। দুর্বৃত্তদের এই অপকর্মের কারণে প্রায় ১ মাস আগে শেরপুর জেলায় সবকটি উপজেলায় ইন্টারনেট সেবা বিঘ্নিত হয়েছিল।

কোম্পানির লাইনম্যান আব্দুল আজিজ ও মুর্শেদ জানান, জামালপুর ও শেরপুর জেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে দীর্ঘ ১০ বছর ধরে আমরা কাজ করে আসছি। ওই ২ জেলার বিভিন্ন স্থানে লাইন কাটায় এ যাবৎ প্রায় ৩/৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে হালুয়াঘাট, নকলা, ঝিনাইগাতী, নালিতাবাড়ী সহ বিভিন্ন থানায় জিডি করা হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানায় জিডি করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।

(আরআর/এএস/ডিসেম্বর ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test