E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত, আহত ১

২০২৪ ডিসেম্বর ১৫ ১৯:৩৬:৩৪
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত, আহত ১

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ তমিজি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খানপুর আনছার আলীর ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

ওই শিশুর পিতা ওলিউল্লাহ তমিজি জানান, রবিবার সকাল ১১ টার দিকে বড় ভাই হাবিবুল্লাহ তমিজির সাথে বাইসাইকেল যোগে বাড়িতে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এসময় বড় ভাই বেঁচে গেলেও ছোট ভাই আব্দুল্লাহ তমিজি (১৩) ঘটনাস্থলে গুরুতর আহত হয়।

দ্রুত উদ্ধার করে দুই ভাইকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার সাকির হোসেন আব্দুল্লাহ তমিজিকে মৃত বলে ঘোষনা করেন। তবে, হাবিবুল্লাহ তমিজি অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার উপপরিদর্শক সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

(আরকে/এএস/ডিসেম্বর ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test