E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নড়াইল জেলা আ.লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

২০২৪ ডিসেম্বর ১৫ ১৯:২৯:৩৬
নড়াইল জেলা আ.লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

নড়াইল প্রতিনিধি : নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিটুল কুন্ডু,জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম,জেলা কৃষক লীগের সভাপতি মাহাবুবুর রহমান,জিটিভি’র নড়াইল প্রতিনিধি মির্জা মাহমুদ হোসেন রন্টুসহ ১৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের ১৮ নেতাকর্মী আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক মোঃ হাদিউজ্জামান শুনানি শেষে জামিন নামুঞ্জর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো:হাফিজুর রহমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১৯ নভেম্বর আসামিরা মহামান্য হাইকোর্টে জামিনের আবেদন করলে মহামান্য হাইকোর্ট জামিন মঞ্জুর করে দরখাস্তকারী আসামীদের ৪ সপ্তাহের মধ্যে হুজুরাদালতে আত্মসমর্পন করার নির্দেশ প্রদান করেন।

গত ৪ আগষ্ট নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সমাবেশে গুলি,বোমা বর্ষণ ও খুন করার উদ্দেশ্যে সমাবেশে আগতদের মারপিটের ঘটনায় সদর থানায় দায়েরকৃত জিয়ার ১১৬/২৪ (নড়াইল) মামলার আসামি ছিলেন তারা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট দুপুরে সদর উপজেলার সীমাখালী-মালিবাগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার সমাবেশে আগতদের খুন-জখম করার উদ্দেশ্যে বোমা বর্ষণ ও গুলি চালায় স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেত-কর্মীরা। এ সময় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। ঘটনা উল্লেখ করে ৯০ জনকে এজাহারভূক্ত এবং ৪০০-৫০০জনকে অজ্ঞাত আসামি করে গত ১০ সেপ্টেম্বর নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ।

(আরএম/এএস/ডিসেম্বর ১৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test