E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি

২০২৪ ডিসেম্বর ১৪ ১৯:০৫:০৬
ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি আয়োজন করেছে কিশোরগঞ্জের ভৈরব উদয়ন স্কুলের দ্বিতীয় শাখার অভিভাবকরা।

আজ শনিবার দুপুরে পৌর শহরের নিউ টাউন এলাকায় উদয়ন স্কুলের দ্বিতীয় শাখায় বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই পার্টি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে ফুল দিয়ে শিক্ষকদের বরণ করে থ্যাংকস গিভেন পার্টি উদযাপন করেন অভিভাবকগণ। সেই সাথে আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

অভিভাবক ফারজানা রুবাইয়ার সার্বিক সঞ্চালনায় বক্তব্য রাখেন, উদয়ন স্কুল এর ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান সাগর, বিদ্যালয়ের ইনচার্জ আফসান মিমি, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন তানিয়া মৃধা, অ্যাডভোকেট মো. আরকান মিয়া, আমাতুস সালাম প্রীতম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুর মেধা ও মননের বিকাশ গঠনে শিক্ষা ও নৈতিকতার আলো ছড়িয়েছে দিতে পাঠশালার ভূমিকা অপরিসীম। শিক্ষাই জাতির মেরুদণ্ড। জাতিকে প্রতিষ্ঠিত হতে শিক্ষা অপরিহার্য। শিশু থেকে বেড়ে উঠা পর্যন্ত বাবা মায়ের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা না থাকলে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা কঠিন হয় পড়ে। বাবা মা থেকে বেশি ধৈর্যশীল থাকেন একজন শিক্ষক। সারা বছর পাঠদানের পাশাপাশি কথা বলার স্টাইল ও আচার ব্যবহারসহ নৈতিক শিক্ষার অভিভাবকদের দায়িত্ব পালন করে একজন ক্লাস টিচার। মায়েদের বকাবকি ও মারধোরের শাসনকে হার মানিয়ে হাসিমাখা মুখে সকল অত্যাচার সহ্য করে কোমলমতি শিক্ষার্থীদের গড়ে তুলেন শিক্ষকগণ।

সারা বছরে পাঠদানের কৃতজ্ঞতা স্বরুপ অভিভাবকদের থ্যাংকস গিভেন পার্টি প্রীতিভোজের মাধ্যমে শেষ হয়।

(এস/এসপি/ডিসেম্বর ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test