E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বঞ্চিতদের মধ্যে অসন্তোষ

গৌরনদীতে সাত ইউনিয়ন বিএনপির কমিটি গঠন

২০২৪ ডিসেম্বর ১৩ ১৭:০২:৪১
গৌরনদীতে সাত ইউনিয়ন বিএনপির কমিটি গঠন

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নে বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। 

উপজেলার মাহিলাড়া ইউনিয়নে সজল সরকারকে আহবায়ক ও আব্দুর রহিম হাওলাদারকে সিনিয়র যুগ্ন আহবায়ক করে ৫৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বার্থীতে ১১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে মিজানুর রহমান মিন্টুকে আহবায়ক করা হয়েছে। খাঞ্জাপুরে ৭৬ সদস্য বিশিষ্ট কমিটিতে ফজলুল হক সরদারকে আহবায়ক করা হয়েছে। তবে এই তিন ইউনিয়নে সদস্য সচিব হিসেবে কাউকে রাখা হয়নি।
বাটাজোরে মোঃ আজাদ মৃধাকে আহবায়ক ও এমদাদুল হক পান্নাকে সদস্য সচিব করে ৯০ সদস্য বিশিষ্ট, নলচিড়ায় ৯৪ সদস্য বিশিষ্ট কমিটিতে জামাল উদ্দিন ফকিরকে আহবায়ক ও মোঃ বাদশা হাওলাদারকে সদস্য সচিব করা হয়েছে। চাঁদশীতে ১০২ সদস্য বিশিষ্ট কমিটিতে আলী আকবর মোল্লাকে আহবায়ক এবং শরীফ মাহামুদুল হাসান মুহীতকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও সরিকল ইউনিয়ন বিএনপি’র কমিটিতে মোঃ জাহাঙ্গীর মৃধাকে আহবায়ক ও মোস্তাফিজুর রহমান বাসারকে সদস্য সচিব করে ৫৮ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

অপরদিকে কমিটিতে গুরুত্বপূর্ন পদে স্থান পাওয়া নেতারা সন্তোষ প্রকাশ করলেও বঞ্চিতদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব ও সদস্য সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান স্বাক্ষরিত প্যাডে সাতটি ইউনিয়নের আহবায়ক কমিটি ঘোষনা করার পরপরই বঞ্চিত নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

বৃহস্পতিবার রাতেই বার্থী ইউনিয়ন বিএনপি’র কমিটিকে প্রত্যাখান করে বার্থী ইউনিয়নের কটকস্থলে ইউনিয়ন বিএনপি নেতা আমিনুল হক শাহিন, শহিদুল হক (সাদী মিরা), কাইয়ুম খানের নেতৃত্বে বিক্ষোভ করেছে বঞ্চিত নেতাকর্মীরা।

বিক্ষোভকারী নেতাকর্মীদের অভিযোগ, গত ১৫ বছরে বিএনপিসহ অঙ্গসংগঠনের যেসব নেতারা রাজপথে ছিলেন, আহ্বায়ক কমিটিতে তাদের অনেককেই বাদ দেওয়া হয়েছে। এই কমিটিতে আওয়ামী লীগের দালালরাও রয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী ও সৎ নেতাদের অর্ন্তভূক্ত করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

ঘোষিত কমিটির বিষয়ে গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব জানান, আপাতত একটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। হয়তো ত্যাগি কিছু নেতাকর্মী বাদ পরতেও পারেন। পরবর্তীতে যখন পূর্নাঙ্গ কমিটি করা হবে তখন তাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

(টিবি/এসপি/ডিসেম্বর ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test