E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু হিজলা থেকে উদ্ধার

২০২৪ ডিসেম্বর ১৩ ১৫:১৯:১২
ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু হিজলা থেকে উদ্ধার

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন পশ্চিম লামাপাড়া এলাকার বাসিন্দা আঃ কাদির এর শিশু পুত্র নাঈম (০৭) ও  নাবিল (০৩) কে অপহরণের পর বরিশাল জেলার হিজলা থানাধীন ডিক্রিরচর এলাকা হতে উদ্ধার করে পরিবারের নিকট পৌঁছে দিয়েছে জেলা পিবিআই।

১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মোস্তফা কামাল রাশেদ, বিপিএম (সেবা)।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৮ ডিসেম্বর দুপুরে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলতে গিয়ে দুই শিশু নাঈম (৭) এবং নাবিল (৩) নিখোঁজ হয়। দুপুর ২টার পর তাদের বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেন। সন্ধ্যায় অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করে।

এ ঘটনায় শিশু দু’টির মা-বাবা প্রথমে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ১০ ডিসেম্বর পিবিআই নারায়ণগঞ্জ জেলার কাছে অভিযোগ জানানো হলে জিডি মূলে পিবিআই বিষয়টি তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পিবিআই নিশ্চিত হয় যে অপহরণকারীরা শিশুদের নিয়ে বরিশাল জেলার হিজলার ডিক্রিরচর এলাকায় অবস্থান করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ ডিসেম্বর পুলিশ পরিদর্শক মো: হাবিবুর রহমানের নেতৃত্বে পিবিআই নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ডিক্রিরচর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় অপহরণকারীরা টের পেয়ে পালিয়ে যায়। অপহৃত দুই শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ১২ ডিসেম্বর সকালে পিবিআই নারায়ণগঞ্জ জেলা অফিসে আনা হয়। উদ্ধারের পর শিশুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অজ্ঞাত নারী ও পুরুষ অপহরণকারীরা স্টেডিয়াম থেকে কৌশলে তাদের অপহরণ করে।

আদালতের নির্দেশে শিশু দু’টিকে তাদের বাবা আব্দুল কাদিরের জিম্মায় হস্তান্তর করা হয় বলেও জানিয়েছে পিবিআই।

(এমএস/এএস/ডিসেম্বর ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test