E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

২০২৪ ডিসেম্বর ১২ ১৭:২৪:৪০
গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

স্টাফ রিপোর্টার, গাজীপুর : গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাক ও কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুলাল (২৭), মামুন (২৮), মামুন (২৪) এবং সালেহা আক্তার (২৩)। এরমধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। নিহত মামুন (২৪) বাসন থানার নজরুল ইসলামের ছেলে এবং সালেহা আক্তার চান্দনা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়।এতে অটোরিকশায় থাকা ৪জন নিহত এবং একজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.শেখ ফাহাদ বলেন, রাত ১১ টার দিকে দুজন এবং বারোটার দিকে আরও দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং এবং একজন নারী।তাদেরকে মৃত অবস্থায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(এস/এসপি/ডিসেম্বর ১২, ২০২৪)

পাঠকের মতামত:

২১ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test