E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন

২০২৪ ডিসেম্বর ১০ ১৯:৩০:২৯
মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন

এস এ সাদিক, মেহেরপুর : নিরাপদ খাদ্য নিশ্চিত করি সবার অধিকার রক্ষা করি এই প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৪ বাস্তবায়নের লক্ষ্যে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

আজ মঙ্গলবার দুপুরে এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি ফয়সাল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার তথ্য অফিসার আব্দুল্লাহ-আল-মামুন এসময় তিনি বলেন, সুস্থভাবে বেঁচে থাকতে হলে যথাযথ খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ করা অত্যাবশ্যক। প্রত্যেক নাগরিকের খাদ্য চাহিদা পূরণ ও নিরাপদ খাদ্য তথা খাদ্যের মান নিশ্চিত করা আমাদের সাংবিধানিক অধিকার। সব আন্তর্জাতিক আইনেও খাদ্য চাহিদা পূরণের অধিকারের স্বীকৃতি রয়েছে। নাগরিকের জন্য খাদ্যসহ এসব মৌলিক জীবনোপকরণ সরবরাহ না করলেও প্রতিটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে, খাদ্য সহ মৌলিক জীবনোপকরণের সরবরাহ এবং মান নিশ্চিত রাখা। খাদ্য ও কৃষিতে ব্যবহৃত বিষাক্ত রাসায়নিকের উৎপাদন, আমদানি, বিপণন ও ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় তদারকি ও নিয়ন্ত্রণ নিশ্চিত করে যাচ্ছে সরকার।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন বলেন চিপস, কোল্ড ড্রিংক যত প্রকার শিশু খাদ্য আছে এই শিশু খাদ্যের ভিতরে ভেজালটা দেয়। বয়স্করা যে খাবার খাই তা দেখে খায় সেটা ভালো কি মন্দ। আর শিশুরা যেটা খায় বাবা মায়ের সাথে জোর করে কিনে নেয় সেটা ভালো খাবার হোক কিনবা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক খাবার কিনে খাওয়ার পর শিশুর ঠান্ডা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সম্পাদক দিলারা পারভীন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, ভোরের কাগজের মেহেরপুর জেলা প্রতিনিধি মোর্তোজা ফারুকসহ ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার অর্গানাইজেশন সেক্রেটার ইশতিয়াক উদ্দিন অর্ণব, আকাশ, জাফর, নওরীন নাহার খাদিজা, প্রেম রাজ,রজনী, মিম, লিজন, সুমাইয়া, তামান্না প্রমুখ।

এরপর কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফারহান ইশরাক।

(এমজে/এসপি/ডিসেম্বর ১০, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test