E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপ্তাইয়ে উন্মুক্ত নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

২০২৪ ডিসেম্বর ১০ ১৯:০০:২৮
কাপ্তাইয়ে উন্মুক্ত নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপন মারমা, রাঙ্গামাটি : পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার ঐতিহ্যবাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন তরুণ সংঘের উদ্যোগে আজ মঙ্গলবার থেকে কেপিএম ব্রিক ফিল্ড মাঠে শুরু হয়েছে উন্মুক্ত নক আউট ফুটবল টুর্নামেন্ট। এতে সর্বমোট ১৬টি দল অংশ নিয়েছে। 

উদ্বোধনী দিনে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্মৃতি সংসদ ও ও ক্লাব ১০০ এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় শহীদ সালাউদ্দিন কাদের স্মৃতি সংসদ টাইব্রেকারে জয়লাভ করে।

এদিকে এদিন বিকেল বিকেল ৩ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক( এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা: রহমত উল্লাহ, উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী,কেপিএম এর প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল আল মাহমুদ, হিসাব বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, উৎপাদন বিভাগীয় প্রধান মইদুল ইসলাম, এমটিএস বিভাগীয় প্রধান আবুল কাশেম রনি, সিবিএ এর সভাপতি আবদুল রাজ্জাক, মহা-ব্যবস্থাপক (বন) মোহাম্মদ আলী, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: জাকির হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার জামাল হোসেন, সাবেক জাতীয় ফুটবলার আসলাম খান, খেলা কমিটির আহবায়ক মোহাম্মদ শাকের হোসেন, সদস্য সচিব ইসমাইল হোসেন লিটন, রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন, সিনিয়র সাংবদিক মাহফুজ আলম, নজরুল ইসলাম লাভলু, চৌধুরী মোঃ রিপন, রিপন মারমা, এম বাবুল প্রমূখ।

ধারাভাষ্যকারে ছিলেন, ওসমান গনি তনু। খেলা পরিচালনা করেন রেফারী মুক্তি সাধন বড়ুয়া, সহকারী রেফারী দেলোয়ার হোসেন, মো. আল-আমিন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুবদল নেতা ইব্রাহিম হাবিব মিলু।

(আরএম/এসপি/ডিসেম্বর ১০, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test