E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কাপাসিয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে হিন্দুদের জমি দখলের অভিযোগ 

২০২৪ ডিসেম্বর ১০ ১৮:২৪:২৫
কাপাসিয়ায় আ.লীগ নেতার বিরুদ্ধে হিন্দুদের জমি দখলের অভিযোগ 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় দলীয় প্রভাব খাটিয়ে ১৬ বছর ধরে হিন্দু সম্প্রদায়ের জমি জোরপূর্বক দখল করার প্রতিবাদে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নারী।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের সাফাশ্রী আদালত পাড়া এলাকায় সংবাদ সম্মেলন করেন চন্দনা রানী বর্মন নামে ওই নারী।

অভিযুক্ত ওই আওয়ামী লীগ নেতার নাম সাখাওয়াত হোসেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের কাপাসিয়া গ্রামের মৃত মোতাহার হাজীর ছেলে এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।

লিখিত বক্তব্যে চন্দনা রানী বর্মন বলেন, তার স্বামী মানিক চন্দ্র বর্মনের পৈত্রিক সূত্রে পাওয়া ১০০ শতাংশ জমি বিগত ১৬ বছর ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে সাখাওয়াত হোসেন ও তুলিবসহ কয়েকজন দখল করে রেখেছে। এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিদের জানিয়ে বহুবার সালিশ-দরবার করেও কোনো সমাধান পাননি।

তিনি ২০ বছরের বেশি সময় টঙ্গী এলাকায় বসবাস করেন জানিয়ে আরও বলেন, সবসময় তিনি বাড়িতে যেতে পারেন না। তাই জমিটি দেখভালের জন্য গত ১ ডিসেম্বর স্থানীয় কয়েকজনকে পাওয়ার মূলে জমিটি রেজিস্ট্রি করে দেন। পরে তারা জমিতে স্থাপনা করতে গেলে আবারও দখলকারীরা বাধা দেন। এমনকি রাতের আঁধারে নির্মাণাধীন স্থাপনা ভেঙে উল্টো থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

সংবাদ সম্মেলনে হয়রানি থেকে রেহাই পেতে এবং জমিটি বুঝে পেতে বর্তমান সরকারের মাধ্যমে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কামনা করেন তিনি।

এ বিষয়ে সাখাওয়াত হোসেনের বক্তব্য জানতে ফোন করলে সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে ফোন কেটে দেন।

(এসকেডি/এসপি/ডিসেম্বর ১০, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test