E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে ৩১ উদ্যোক্তা পেল সাড়ে ১২ লাখ টাকার সুদমুক্ত ঋণ   

২০২৪ ডিসেম্বর ১০ ১৭:০৪:৪৮
গোপালগঞ্জে ৩১ উদ্যোক্তা পেল সাড়ে ১২ লাখ টাকার সুদমুক্ত ঋণ   

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে সমাজসেবা অধিদপ্তর। আজ মঙ্গলবার শহর সমাজসেবা কার্যালয় তাদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে। 

‘কর্মদলের সদস্যদের ঋণ গ্রহনের পূর্বে অবহিতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপানী অনুষ্ঠানে ৩১ জন উদ্যোক্তার হাতে সাড়ে ১২ লাখ টাকার ঋণের চেক তুলে দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হারুন আর রশীদ। পরে ৯৪ টি কর্মদলের দলনেতার হাতে সাইনবোর্ড তুলে দেওয়া হয়।

এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জুলফিকার আলী, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিন প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে অবহিতকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ইউসিডি) মোহাম্মদ নাসির উদ্দিন। এতে গোপালগঞ্জ শহরের ৫০ জন নারী-পুরুষ উদ্যোক্তা অংশ নেন।

শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, উদ্যোক্তাদের জীবনমান উন্নয়ন ও আয় বৃদ্ধির লক্ষ্যে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। আমরা আজ ৩১ জনকে সাড়ে ১২ লাখ টাকার ঋণ প্রদান করেছি। এ পর্যন্ত আমাদের কার্যালয় থেকে গোপালগঞ্জ শহরের ৫৫৯ জন ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তাকে ১ কোটি ১১ লাখ টাকার সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছে। এ ঋণ নিয়ে তারা আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে। ঋণের আদায় হার প্রায় ৯৫%।

(টিবি/এসপি/ডিসেম্বর ১০, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test