E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নগরকান্দায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

২০২৪ ডিসেম্বর ০৯ ২০:০২:৫৪
নগরকান্দায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত

নগরকান্দা প্রতিনিধি : নারী- কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি। এবারে এই প্রতিপাদ্যেকে সামনে রেখে সারাদেশের ন্যায় ফরিদপুরের নগরকান্দায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। 

আজ সোমবার সকালে নগরকান্দা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মোঃ মাসুম বিল্লাহ।

এসয় আরও বক্তব্যে রাখেন উপজেলা পাট কর্মকর্তা আব্দুস সালাম, রোজিনা আক্তার রোজী, ফারজানা খন্দকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে অবশ্যই বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। এ ছাড়া দেশ ও নারীদের আত্নসামাজিক উন্নয়নে বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, জয়িতারাই নারীদের উন্নয়নে কাজ করবে।

আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনে ৫ টি ক্যাটা গড়িতে নাহিদা পারভিন, ফারজানা খন্দকার,রাশিদা বেগম, চাদনী আক্তার এবং শিরিয়া বেগম নামের ৫ জনকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়।

(পিবি/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test