E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রানা সভাপতি, বাবুল সম্পাদক

গাজীপুরের সর্ববৃহৎ জয়দেবপুর বাজারের নতুন কমিটি

২০২৪ ডিসেম্বর ০৯ ২০:০০:০৫
গাজীপুরের সর্ববৃহৎ জয়দেবপুর বাজারের নতুন কমিটি

স্টাফ রিপোর্টার, গাজীপুর : ৫ আগস্ট স্বৈরশাসকের পতনের পর দখলদারদের হাত থেকে সাধারণ ব্যবসায়ীদের পরিত্রাণের লক্ষ্যে গাজীপুরের সর্ববৃহৎ প্রাচীনতম নগরীর প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত জয়দেবপুর বাজারের ৪ সদস্যের নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মফিজ সুপার মার্কেটের সত্বাধিকারী রায়হান আল মাহমুদ রানা সভাপতি এবং জেলা বিএনপি’র সদস্য ও বাবুল স্টোরের সত্বাধিকারী মো: বাবুল হোসেন খানকে সাধারণ সম্পাদক করা হয়। 

কমিটির অপর সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি প্যানেল চেয়ারম্যান শহীদ স্মৃতি স্কুল মার্কেটের সভাপতি আবুল হোসেন ভূইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি’র অর্থ সম্পাদক ও মতিউর ট্রেডার্সের সত্বাধিকারী মো: মতিউর রহমান।

রবিবার দুপুরে বাজারের অফিস কক্ষে সর্বস্তরের ব্যবসায়ীদের উপস্থিতিতে একটি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সভার সাথে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ১৯৯০ সালের নির্বাচনের মাধ্যমে হাসেম ভিলার সভাপতি আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সাধারণ ব্যবসায়ীরা এই কমিটির নেতৃত্বে কার্যক্রম চালিয়ে আসলেও এক পর্যায়ে উভয় ব্যক্তি মারা যাওয়ার পর বিগত আওয়ামী সরকার আমলের কতিপয় স্থানীয় নেতারা এ বাজারটির নিয়ন্ত্রণ নিলে সাধারণ ব্যবসায়ীরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে।

(এস/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test