E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাঞ্চল্যকর শিমুল হত্যা মামলার পলাতক ২ আসামি গ্রেফতার

২০২৪ ডিসেম্বর ০৯ ১৮:১২:৪৮
চাঞ্চল্যকর শিমুল হত্যা মামলার পলাতক ২ আসামি গ্রেফতার

নবী নেওয়াজ, পাবনা : র‍্যাব-১২ ও র‍্যাব-৫ এর যৌথ অভিযানে চাঞ্চল্যকর শিমুল হত্যা মামলার পলাতক ২ আসামি গ্রেফতার হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতাররা হলেন- হত্যা মামলার ২ নম্বর আসামি কালাম সরদারের ছেলে আকাশ সরদার (২৮) ও ৪ নম্বর আসামি হেলাল সরদারের ছেলে সাব্বির সরদার (২৫)। তারা দু’জন পাবনার সদর থানার চরঘোষপুর এলাকার বাসিন্দা।

গত ৬ নভেম্বর পাবনা জেলা সদর থানাধীন চর ঘোষপুর সরদারপাড়া এলাকায় ইসলামী জলসার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় কিসমত প্রতাপপুর এলাকার শাহীন মালিথার ছেলে শিমুল মালিথা (২১) গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে আহত শিমুলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ দিন রাতে আনুমানিক ১১টায় মৃত্যুবরণ করে। হত্যাকাণ্ডের অভিযোগে নিহতের বাবা বাদী হয়ে পাবনা জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

(এনএন/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test