E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে শুরু হলো বিবি'র মেলা

২০২৪ ডিসেম্বর ০৬ ২৩:২৮:১৪
ফরিদপুরে শুরু হলো বিবি'র মেলা

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে শুরু হয়েছে বিবি'র মেলা। 'আমরা করব জয় একদিন' গানটির যন্ত্র সঙ্গীতের মাধ্যমে পরিবেশন শেষে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ওই মেলার কার্যক্রমের উদ্বোধন করা হয়। মেলাটি তিন দিনব্যাপী চলবে জানিয়েছেন আয়োজকেরা।

আজ শুক্রবার বিকেলে ওই মেলার উদ্বোধন করেন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার ও গবেষক বিবি রাসেল। কৈফিয়ার স্বত্বাধিকারী রওশন আরা দীপ্তির সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন, বিখ্যাত অভিনেতা ও‌ মডেল অন্তু করিম, গুণী শিক্ষক দলিল উদ্দিন আহমেদ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন, তরুণ উদ্যোক্তাদের মাঝে বাংলাদেশের তাঁত ও লোকশিল্পের সংকট সমাধান ও সম্ভাবনা দুয়ার খুলে দিতে বিবি’র মেলার আয়োজন করা হয়েছে। একই সাথে নতুন উদ্যোক্তাদের আগ্রহ সৃষ্টি করতে এই মেলাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও জানান তারা।
মূলত এখান থেকে ভালো উদ্যোক্তা বেরিয়ে আসবে ‌এবং দেশের অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। বিশ্ববাজারে বাংলাদেশের ব্র্যান্ডকে ভালোমতো উপস্থাপন করা যাবে। বিনিয়োগ বাড়বে এবং বৈদেশিক অর্থ উপার্জন করা সম্ভব হবে। মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় মঞ্চে থাকবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ৩০ জন উদ্যোক্তা ওই বিবি'র মেলায় ‌ অংশগ্রহণ করছেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানটির সঞ্চালনা করেন রেজাউল করিম। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল টুয়েন্টিফোর ও দৈনিক সমকাল।

(আরআর/এসপি/ডিসেম্বর ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test