E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নোয়াখালীতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

‘দলের মধ্যে কেউ অনিয়ম করলে ছাড় দেয়া হবে না’

২০২৪ ডিসেম্বর ০৬ ১৭:৩২:৫৫
‘দলের মধ্যে কেউ অনিয়ম করলে ছাড় দেয়া হবে না’

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সামাজিক সংগঠন বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশন এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের জামেয়া খুরশিদিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশন।

বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশনের সদস্য নিজাম উদ্দিনের সঞ্চালনায় ও কালাদরাপ ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম ক্যাশিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী ৪ সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান।

বিশেষ অতিথি নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাহবুব আলমগীর আলো, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরন, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ভিপি জসিম, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, চর জব্বর ইউনিয়নের সাবকে চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্যাহ মিয়া।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আজাদ উদ্দিন, সাধারন সম্পাদক শেখ ফরিদ ইশরাক, যুব ঐক্য ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, সিনিয়র সাধারন সম্পাদক মোঃ মাঈন উদ্দিন রুবেল, কোষাদক্ষ আজগর হোসেন সুমন।

অনুষ্ঠানে ৮০০ অসহায় শীতার্তদের মাঝে শীত বিতরণ করা হয়, বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশন সংগঠনটি বিভিন্ন সময় ত্রাণ সামগ্রী বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, বৃক্ষ রোপন, অসহায় রোগীদের চিকিৎসা প্রদানসহ মাদক নির্মূল ও বাল্য বিবাহ, ইভটেজিং বন্ধে কাজ করে যাচ্ছে। বিগত ৪ বছর ধরে সংগঠনটি অসহায়, হতদরিদ্রদের জন্য কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথি অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী ৪ সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান বলেন, দলের মধ্যে কেউ অন্যায় করলে কাউকে ছাড় দেয়া হবেনা, দলের সামে চাঁদাবাজী লুটপাট, হুমকি কোন কিছুতে জড়িত থাকলে যত বড় নেতা হোন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে। তিনি শীতার্তদের মাঝে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানান।

(এস/এসপি/ডিসেম্বর ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test