E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীনগরে বসতবাড়ি জবরদখলের অভিযোগ  

২০২৪ ডিসেম্বর ০৬ ১৭:১৯:৩৪
শ্রীনগরে বসতবাড়ি জবরদখলের অভিযোগ  

শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে একটি বসতবাড়ি  বিল্ডিংসহ দখলের অভিযোগ উঠেছে। 

গতকাল বৃহস্পতিবার সকালের দিকে বিল্ডিংটির মালিক পক্ষকে বেড় করে দেওয়ার অভিযোগ উঠে প্রতিবেশী মানিক দেওয়ান ও রাসেল হারিন্দার বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিপক্ষের হামলায় আসমা বেগম, গিয়াসউদ্দিন রুনা ও পলি আহত হন।

স্থানীয়রা জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শ্রীনগর থানার এসআই মোহাম্মদ বিন আসাদকে ঘটনাস্থলে আসতে দেখা গেছে।

ভুক্তভোগীদের ভাই লাল মিয়া জানান, দীর্ঘদিন যাবত প্রতিপক্ষরা ওয়ারিশ সম্পত্তি খরিদ সূত্রের দাবিতে আমার বোনদের থাকার বিল্ডিংসহ জায়গা দখলের চেষ্টা করে আসছিল। এ বিষয়ে আদালতে মামলা চলমান আছে। বৃহস্পতিবার সকালে সুযোগ বুঝে বিল্ডিংয়ের কেচিগেইটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অভিযুক্তরা। সন্ত্রাসী কায়দায় আমার তিন বোনসহ এক ভগ্নিপতিকে মারধর করে তারা। খবর পেয়ে পার্শ্ববর্তী রুদ্রপাড়া এলাকা থেকে আমি ঘটনাস্থলে এসে আহত বোনদের উদ্ধার করে হাসপাতালে আনি। অভিযুক্তরা খারা দলিলের বরাদ দিয়ে বিল্ডিং দখল করে রাখছেন।

ভুক্তভোগী আসমা, রুনা পলি বলেন, শাহআলম হারিন্দার ছেলে রাসেল হারিন্দা ও আব্দুল দেওয়ানের ছেলে মানিকের নেতৃত্বে সন্ত্রাসীরা জোরপূর্বক গেইটের তালা ভেঙ্গে বিল্ডিংয়ে আসে আমাদের মারধর করে বাহির করে দেয়। এ সময় শাহআলমের স্ত্রী ইয়ারন বিবি বিল্ডিংয়ের কেচি গেইটে নতুন তালা লাগিয়ে ভিতরে অবস্থান নেয়। এ ব্যাপারে জানতে চাইলে ইয়ারন বিবি দাবী করেন বিল্ডিংটি তারাই নির্মাণ করেছেন। বিল্ডিংয়ের যাবতীয় আসবাবপত্রও তাদের কেনা।

অভিযুক্ত মানিক দেওয়ানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মধ্যস্থাকারী হিসেবে জায়গাটি শাহআলম হারিন্দাকে কিনে দিয়েছে। এখন আসমাগং জায়গা বুঝিয়ে দিচ্ছেনা।

শ্রীনগর থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ বিন আসাদ জানান, ৯৯৯ এর কল পেয়ে ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি এ বিষয়ে বিজ্ঞ আদালতে এক পক্ষের মামলা রয়েছে। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে। এ পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।

(এআই/এসপি/ডিসেম্বর ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test