E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

২০২৪ ডিসেম্বর ০৫ ১৯:২১:২২
ফরিদপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ‌কল্যাণ ফ্রন্ট জেলা ও মহানগর শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও‌ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনারের অফিসে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা পুড়ানো, উগ্রবাদীদের আক্রমণে নিন্দা, ও হামলার প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হলে সেখানেই প্রতিবাদ সমাবেশ সংগঠনটি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক নিতাই রায় এর সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই অনুষ্ঠানের বক্তব্য রাখেন - সংগঠনটির মহানগর কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট স্বাধীন সরকার, চৌধুরী বাড়ি দুর্গা মন্দির কমিটির সভাপতি ননি গোপাল বিশ্বাস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের সদস্য সচিব সুব্রত রবিদাস, ১২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ‌ যুগ্ম আহবায়ক আরিফ হোসেন,‌ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ‌ যুগ্ম আহবায়ক জয় দাস, যুগ্ম আহবায়ক সঞ্জয় রায়, যুগ্ম আহবায়ক সুব্রত রায় প্রমূখ।

সভায় বক্তারা বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দু সম্প্রদায়ের উপর ‌নির্যাতনের বিভিন্ন ঘটনা তুলে ধরে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, শেখ হাসিনা দিল্লিতে বসে ‌বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বক্তারা ভারতের আগরতলার ঘটনার জন্য ভারতের ‌প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করে বলেন ভারত কখনই বাংলাদেশের বন্ধু হতে পারেনা। এ ঘটনায় নরেন্দ্র মোদিকে বাংলাদেশের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলেও জানান তারা।

বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ‌ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। ভারতের কিছু মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক অপপ্রচারে লিপ্ত রয়েছে। এসব মিডিয়া ‌ বহির্বিশ্বে বাংলাদেশের ‌ ভাবমূর্তি নষ্ট করার পায়তারা লিপ্ত রয়েছে বলেও জানান তারা। এছাড়া সমাবেশে আগরতলার হাইকমিশনে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের ফরিদপুরের নেতৃবৃন্দ।

(আরআর/এসপি/ডিসেম্বর ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test