E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হাইকমিশনে হামলা ও ইসকন নিষিদ্ধের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ মানববন্ধন

২০২৪ ডিসেম্বর ০৪ ১৯:৪৪:৫৯
হাইকমিশনে হামলা ও ইসকন নিষিদ্ধের দাবিতে শ্রীমঙ্গলে বিক্ষোভ মানববন্ধন

মো: আল-আমিন, শ্রীমঙ্গল : ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে ও ইসকন নিষিদ্ধের দাবিতে শ্রীমঙ্গলে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে সাধারণ ছাত্রজনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।  

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা "গোলামি না আজাদি", "দিল্লি না ঢাকা", এবং "দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত"সহ বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থী নাহিম আহমদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মোঃ আজহারুল ইসলাম অনিক, মোঃ জাহেদ, নাজমুল হোসেন, শেখ রিপন আলী ওয়ারিস, এবং মহসিন সামি কামাল ইসলাম। সমাবেশে আরো বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মাওলানা মুজাহিদুল ইসলাম।

বক্তারা অভিযোগ করেন, ভারত বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে মেতেছে। তারা ইতোমধ্যে আন্তর্জাতিক আইন লঙ্গন করায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকি সম্মুখীন হয়েছে। দেশের যেকোনো সংকটে মানুষ প্রাণ দিতে প্রস্তুত বলে জানিয়েও শিক্ষার্থীরা বলেন, ভারতের উচিত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সাধারণ মানুষ ও ছাত্র-জনতা এক।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর যদি আরও কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে ছাত্র-জনতা কঠোর জবাব দেবে। বক্তারা বলেন, এদেশের মানুষ স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, প্রয়োজনে আরও দেবে। কিন্তু কোনও ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে জায়গা দেবে না।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। তারা আগরতলায় ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

(এএ/এসপি/ডিসেম্বর ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test