E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইউএনও অপসারণের দাবিতে উত্তাল বীরগঞ্জ  

২০২৪ ডিসেম্বর ০৪ ১৯:২৫:৪৩
ইউএনও অপসারণের দাবিতে উত্তাল বীরগঞ্জ  

শাহ্ আলম শাহী, দিনাজপুর : অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারীতার অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে এলাহী'কে অপসারণের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বীরগঞ্জ।

আজ বুধবার সকালে শিক্ষক, শিক্ষার্থী ও বিক্ষুদ্ধ জনতা বিক্ষোভ মিছিল নিয়ে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে। পরে প্রধান ফটকের সামনে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধ শুরু করে বীরগঞ্জ শিক্ষক পরিবার ও বীরগঞ্জ শিক্ষক সমিতি এবং স্থানীয় বিক্ষুদ্ধ জনতা।

শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় জনতার সঙ্গে যোগ দেন স্থানী রাজনৈতিক নেতা-কর্মীসহ আপামর জনতা। ইট ও গাছের গুড়ি ফেলে অবরোধ করা হয় মহাসড়ক। এতে সড়কের দু'ধারে আটকা পড়ে শত শত যানবাহন। চরম দূর্ভোগে পড়ে দূরপাল্লার যাত্রীরা।

শিক্ষক নির্যাতন ও হয়রানী এবং চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমানকে লাঞ্ছিত করে বরখাস্তের প্রতিবাদ এবংবিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী কে প্রত্যাহারের দাবীতে উত্তাল হয়ে ওঠে বীরগঞ্জ।

চলমান বার্ষিক পরীক্ষা স্থগিত করে শিক্ষরা প্রথমে এ কর্মসূচিতে অংশ নেয়। একই সময় উপজেলা চত্বরে সাধারণ ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ করার হয় শুরু করে কতিপয় ব্যক্তিরা। ধাওয়া-পালটা ধাওয়া এবং তোপের মুখে ছাত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় তারা।

এসময় মানববন্ধনকারীরা বিক্ষোভ প্রদর্শন করে বলেন, এই ইউএনও দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারকারী, ঘুষখোর ইউএনও ফজলে এলাহী। তিনি ব্যাপক অনিয়ম, ক্ষমতার দাপট, স্বেচ্ছাচারিতা, অপব্যবহার, ঘুষ দুর্নীতি, অসৌজন্য মুলক আচরণ, সীমাহীন দুর্ব্যবহার করেছেন।

শিক্ষকরা বলেন, ক্ষমতার দম্ভে তিনি সম্মানিত শিক্ষকদের তুচ্ছ তাচ্ছিল্য করেন। কারণ ছাড়াই অহেতুক শিক্ষক কর্মচারীর বিল বেতনে স্বাক্ষর না করে কাল কালক্ষেপণ করেন। উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহী নিয়ম বহির্ভূত, একক ক্ষমতা বলে চৌধুরী হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান খান কে অহেতুক সাময়িক বরখাস্ত করেছেন।

প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন যুগ্ন আহবায়ক প্রধান শিক্ষক আলহাজ্ব আহসান হাবিব, ফশিউর রহমান চৌধুরী লিটন, আব্দুর রহমান খান, মাকসুদা খাতুন, মিজানুর রহমান, মহেন্দ্র নাথ রায়, কৃষ্ণচন্দ্র বর্মন, নিতাই রায়, আব্দুল কাদেরসহ অনেকে। মানববন্ধন ও বিক্ষোভে শিক্ষক কর্মচারী ছাড়াও স্থানীয় বিক্ষুদ্ধ জনতা সহ বিএনপি'র অনেক নেতাকর্মীরা অংশ নেন।
ইউএনও ফজলে এলাহি কে প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ পূর্বক ৩ ঘন্টা ঢাকা টু পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে রাখেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনাবাহিনী ছুঁটে যায়। পরে দিনাজপুর জেলা প্রশাসক জেলার বাইরে অবস্থান করায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এস এম হাবিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ও থানার ওসি আব্দুল গফুর ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্তপূর্বক অভিযুক্ত বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস নিয়ে আন্দোলনকারিদের অবরোধ তুলে নিতে আহবান জানান। আশ্বাসের ভুত্তিতে তিন পর দুপুর দুইটায় আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়।

এ ব্যাপারে অভিযুক্ত নির্বাহী অফিসার ফজলে এলাহীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তিনি মুঠোফোন রিসিভ করেননি।

(এস/এসপি/ডিসেম্বর ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test