E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

৫ ডিসেম্বর থেকে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা

২০২৪ ডিসেম্বর ০৪ ১৮:৫৮:০৮
৫ ডিসেম্বর থেকে সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা

রাঙ্গামাটি প্রতিনিধি : একদিনের নিরুৎসাহিতকরণ শেষে আবারও মেঘের রাজ্য সাজেক ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) থেকে আগের নিয়মে যথারীতি সাজেকে পর্যটকরা যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছে সাজেক কটেজ মালিক সমিতি।

সাজেক কটেজ মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, রাঙ্গামাটি জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন। ৫ ডিসেম্বর সকাল ১০টায় পূর্বের নিয়ম অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বহর থাকবে।

সাজেক কটেজ মালিক সমিতির সহসভাপতি চাইথোয়াই অং চৌধুরী জয় বলেন, আগামীকাল থেকে পর্যটকরা আগের মতই সাজেক ভ্রমণ করতে পারবেন, এক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। তিনি পর্যটকদের সাজেক ভ্রমণে আমন্ত্রণ জানান।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, জেলা প্রশাসক স্যার জানিয়েছেন সাজেক ও তার আশপাশের এলাকায় যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। তাই নিরুৎসাহিতকরণ আর বাড়ানো হচ্ছে না। আপতত বৃহস্পতিবার থেকে আবারও পর্যটকরা সাজেক ভ্রমণে যেতে পারবেন।

(ওএস/এসপি/ডিসেম্বর ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test