E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পরিত্যক্ত স্টেডিয়াম সংস্কারে স্বেচ্ছা শ্রম

২০২৪ ডিসেম্বর ০৪ ১৮:১২:৩৬
পরিত্যক্ত স্টেডিয়াম সংস্কারে স্বেচ্ছা শ্রম

রাজন্য রুহানি, জামালপুর : দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা জামালপুর জেলা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম স্বেচ্ছা শ্রমে সংস্কার অভিযান শুরু হয়েছে। এ মাসের ২৫ তারিখ নাগাদ স্টেডিয়ামটি সচল হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকল পর্যায়ের ক্রীড়া কর্মকাণ্ড চালুকরণের লক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে শুরু হয়েছে এই সংস্কার অভিযান।

আজ বুধবার সকালে স্টেডিয়াম মাঠে এ সংস্কার অভিযান উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) ইফতেখার ইউনুস।

এ সময় বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আরফিন আক্তার মনি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রেদোয়ান ফুয়াদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শিশির, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য শফিকুল ইসলাম, কাবাডি প্রশিক্ষক রজব আলী, বাংলাদেশ জাতীয় হ্যান্ডবল দলের প্রশিক্ষক আক্তারুজ্জামান আউয়াল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলার সদস্য সচিব আবিদ সৌরভ প্রমুখ।

সংস্কার অভিযান প্রসঙ্গে জেলা ক্রীড়া সংস্থার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রেদোয়ান ফুয়াদ বলেন, দীর্ঘদিন ধরে স্টেডিয়ামটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মাঠে একহাঁটু সমান উঁচু ঘাস গজিয়েছে। বিবর্ণ ও বসার অনুপযোগী হয়ে পড়েছে গ্যালারিও। সবার স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অতি দ্রুত সচল করা হবে স্টেডিয়ামটি। আজ থেকে সংস্কার কাজ শুরু হলো। এ মাসেই শ্রীলঙ্কা থেকে আগত ফুটবল টিমের খেলা দিয়ে আনুষ্ঠানিকভাবে চালু হবে এই স্টেডিয়াম।

প্রধান অতিথি ও উদ্বোধক অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) ইফতেখার ইউনুস বলেন, জেলার ক্রীড়ামোদীদের গুরুত্বপূর্ণ ও একমাত্র স্থান এই স্টেডিয়ামটি। তাদের চাওয়া এ স্টেডিয়ামটি যেন সবসময় সচল থাকে খেলাধুলার জন্য। সবার সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ স্টেডিয়ামটি দ্রুত সচল হবে বলে আমি মনে করি।

(আরআর/এসপি/ডিসেম্বর ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test