E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বীরগঞ্জ ইউএনও'র প্রত্যাহারের দাবিতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ

২০২৪ ডিসেম্বর ০৪ ১৪:১৬:৪৭
বীরগঞ্জ ইউএনও'র প্রত্যাহারের দাবিতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়ক অবরোধ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে এলাহীকে প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষকেরা। 

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টা থেকে বীরগঞ্জ উপজেলার প্রধান ফটকের সামনে দিনাজপুর- পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধ করছে বীরগঞ্জ শিক্ষক পরিবার ও বীরগঞ্জ শিক্ষক সমিতি এবং স্থানীয় বিক্ষুদ্ধ জনতা। গাছের গুড়ি ফেলে অবরোধ করা হয়েছে মহাসড়ক। এতে সড়কের দু'ধারে আটকা পড়েছে শত শত যানবাহন। চরম দূর্ভোগে পড়েছে দূরপাল্লার যাত্রীরা।

শিক্ষক নির্যাতন ও হয়রানী এবং চৌধুরীহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমানকে লাঞ্ছিত করে বরখাস্ত করার
প্রতিবাদে

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিকী পরীক্ষা বাতিল করে শিক্ষকেরা এই আব্দোলনে নেমেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়ক অবোরোধ ছিলো।

(এসএএস/এএস/ডিসেম্বর ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test