E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

'আগরতলায় বাংলাদেশী হাইকমিশনে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করুন'

২০২৪ ডিসেম্বর ০৩ ২৩:৪৩:৩৫
'আগরতলায় বাংলাদেশী হাইকমিশনে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করুন'

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : সম্প্রতি প্রতিবেশি দেশ ভারতের আগরতলায় বাংলাদেশী হাইকমিশনে হামলার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর মহিলা দলের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পরে ফরিদপুর জেলা বিএনপি ও ফরিদপুর মহানগর বিএনপি আয়োজিত একটি বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তিনি ওই আহ্বান জানান। ফরিদপুর প্রেস ক্লাব থেকে শুরু করে শহরের জনতার ব্যাংকের মোড় পর্যন্ত অনুষ্ঠেয় ওই বিক্ষোভ মিছিলটির নেতৃত্বও দেন তিনি। পরে সেখানে ফরিদপুর মহানগর বিএনপি'র আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি এর সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপি'র সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপি'র সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম রঞ্জন, শ্রমিক দলের সভাপতি শেখ মুজাফফর আলী মুসা, ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. সেলিম হোসেন (ভিপি. সোলিম) যুবদল নেতা রেজওয়ান বিশ্বাস তরুণ, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, ফরিদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিনাল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি'র ওই সমাবেশে নায়াব ইউসুফ দেশেীয় ভারতের দালালদের হুশিয়ার করে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশী হাই কমিশনে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করুন। তাদের আইনের আওতায় এনে বিচার করুন'৷ চৌধুরী নায়াব আরো জানান, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে৷ এখানে সাম্প্রদায়িকতার কোন ঠাঁই নেই'। বাংলাদেশকে নিয়ে কোনো কুচক্রীমহল যেনো কোনো প্রকার ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ওই কেন্দ্রীয় নেত্রী।

(আরআর/এএস/ডিসেম্বর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test