E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে ফরিদপুরের সালথায় শতাধিক মোটরসাইকেলের মিছিল

২০২৪ ডিসেম্বর ০৩ ১৯:৫৮:১১
শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে ফরিদপুরের সালথায় শতাধিক মোটরসাইকেলের মিছিল

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে ফরিদপুর জেলার সালথায় মোটরসাইকেলের মিছিল করেছেন আওয়ামীলীগের কর্মীরা। শতাধিক মোটরসাইকেলে দুই শতাধিক আওয়ামীলীগ কর্মী এই মিছিলে অংশ নেন।

ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও তুখোড় আওয়ামীলীগ কর্মী দেবাশীষ নয়নের নেতৃত্বে গত রবিবার রাত ১০ টায় সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুঠিয়া থেকে ওই মোটরসাইকেল মিছিলটি শুরু হয়।

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নানা শ্লোগান মুখরিত ওই মোটরসাইকেল মিছিলটি সালথার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রাতের অন্ধকারে মোটরসাইকেলের আলোর বিচ্ছুরণ এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে নানান শ্লোগান মুখরিত মোটরসাইকেল মিছিলটি দেখে সড়কের পাশের আওয়ামীলীগ সমর্থকেরা উজ্জীবিত হন এবং তারাও জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান দেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test