E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হয়রানি করতে প্রতিবেশীর নামে মামলা

২০২৪ ডিসেম্বর ০৩ ১৯:২৬:০৭
হয়রানি করতে প্রতিবেশীর নামে মামলা

একে আজাদ, রাজবাড়ী : নাম চিত্তরঞ্জন কুন্ডু, জমি নিয়ে বিরোধ আপন চাচাতো ভাই উত্তম কুমার কানুর সাথে। তার নামে মামলাও করেছেন তিনি। তবে হয়রানি করতে মামলায় যুক্ত করেছেন দুই প্রতিবেশীকে। যা নিয়ে শুরু হয়েছে নানা বিতর্কের। ঘটনাটি রাজবাড়ীর পাংশা উপজেলার শুধিবাড়ি এলাকার।

জানা যায়, দীর্ঘদিন ধরে চিত্তরঞ্জন কুন্ডু জমির শরিকানা নিয়ে আপন চাচাতো ভাই উত্তম কুমার কানুর সাথে বিরোধ চলে আসছে। সম্প্রতি এই বিষয়ে আদালতে একটি মামলায় করেছেন চিত্তরঞ্জন কুন্ডু। তবে মামলায় হয়রানি করতে বিপ্লব ঘোষ ও চন্ডী ঘোষ নাম দুই প্রতিবেশীর নাম যুক্ত করেছেন তিনি। আবার চিত্তরঞ্জন কুন্ডুর আপন ছোট ভাই সজিব কুন্ডু বিপ্লব ঘোষের স্ত্রীকে দেখে নেওয়ারও হুমকি দিয়েছেন। হুমকির বিষয়ে বিপ্লব ঘোষ থানায় জিডি করেছেন।

ভূক্তভোগী বিপ্লব ঘোষ বলেন, চিত্তরঞ্জন কুন্ডুর জমির সাথে আমাদের কোন সম্পর্ক নেই। তবে কেন আমাদের নামে মামলা করলো সেটা জানিনা। যতটুকু বুঝতে পারছি হয়রানি করতেই মামলা করেছে আমার ও চন্ডী ঘোষের নামে। মামলাটি তদন্ত করে সুস্ঠ বিচারের দাবি করছি।

মামলার বাদি চিত্তরঞ্জন কুন্ডু মুঠোফোনে বলেন, বিপ্লব ঘোষ ও চন্ডী ঘোষ দুজনই ক্রিমিনাল, এজন্য মামলায় এদের নাম দিয়েছি।

পাংশা থানার ওসি মো: সালাউদ্দিন বলেন, বিপ্লব ঘোষের স্ত্রীকে দেখে নেওয়ার বিষয়ে বিপ্লব ঘোষ থানায় সাধারণ ডায়েরি করেছেন। উপ-পরিদর্শক (এসআই) পরিতোষ কুমারের উপর তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত চলমান আছে।

(একে/এসপি/ডিসেম্বর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test