E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজবাড়ীতে ৬৫ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

২০২৪ ডিসেম্বর ০৩ ১৯:০৪:৩২
রাজবাড়ীতে ৬৫ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর গোয়ালন্দে মোঃ আশানুর রহমান (২৬) নামে এক যুবককে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ৬৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ গেইটের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আশানুর রহমান যশোর শার্শা উপজেলার গোগা গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ গেইটের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট ডিউটি পরিচালনা কালীন এসআই মোঃ আব্বাস উদ্দিন সংগীয় ফোর্স ঢাকাগামী একটি পরিবহনে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় ওই পরিবহনের যাত্রী মোঃ আশানুর রহমানকে মাদক পরিবহনের দায়ে আটক করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম জানান, এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।

(একে/এসপি/ডিসেম্বর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test