E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

২০২৪ ডিসেম্বর ০৩ ১৭:৫৯:৪১
গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহের গৌরীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোয়েন্দা শাখা ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মৃত চাঁন মিয়ার স্ত্রী আবেদা খাতুন (৫৪) এর বাড়িতে অভিযান চালিয়ে ৭টি বস্তায় ১৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গতকাল সোমবার বিকালে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। 

আটককৃতরা হলো ত্রিশঘর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোকছেদুল (৩২) ও মোঃ আবুল কালাম ফকিরের ছেলে শরীফ (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাউছারুল হাসান রনি এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদকের একটি বড় চালান আসছে। কৌশলে যৌথবাহিনীর সহায়তায় আমরা ফাদ পাতি। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো মাদক ব্যবসায়ীরা, আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষনিক অভিনব পন্থায় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করতে সক্ষম হয়। বাড়ির মালিক আবেদা পরিস্থিতি টের পেয়ে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরে তার বসতঘর ও রান্নাঘরে অভিযান চালিয়ে ৭টি বস্তায় ১৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কাউসার হাসান রনি আরও জানান, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী মিলে এই অভিযান পরিচালনা করা হয়েছে । মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি বলেন।
অভিযানের সময় উপস্থিত ছিলেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর নাঈম ও মেজর রোবাইয়াতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর) মীর্জা মাযহারুল আনোয়ার বলেন, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা নেওয়া হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ করে আরও কোনো তথ্য পাওয়া যায় কিনা এরপর আইনানুসারে তাদের আদালতে প্রেরণ করা হবে।

(এনআরকে/এসপি/ডিসেম্বর ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test