E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ধামরাইয়ে নিসচার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

২০২৪ ডিসেম্বর ০১ ১৪:৩৭:২০
ধামরাইয়ে নিসচার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দীপক চন্দ্র পাল, ধামরাই : ”ছাত্র জনতার অঙ্গিকার-নিরাপদ সড়ক হোক সবার”এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই ঢাকার ধামরাই উপজেলা শাখার আয়োজনে নিসচার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে, এক র‌্যালী বের করে। এর পর ঢাকা আরিচা মহাসড়কের ব্যস্ততম ষ্টেশন ধামরাই ঢুলিভীটায় এক বিনা মূল্যে যান-বাহন শ্রমিকদের জন্য চক্ষু ও ডায়াবেটিক চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।

রবিবার সকাল এগাটায় র‌্যালী ও চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই ঢাকার ধামরাই উপজেলা শাখার সভাপতি মোঃ নাহিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও উদ্বোধন করেন ধামরাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ধামরাই ঢাকা রোডের ডি লিং পড়িবহনের শ্রমিক নেতা মোঃ শামীম হোসেন,মোঃ দুলাল মিয়া।অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন সংগঠনের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।
বিশিষ্ঠ চক্ষু ও ফ্যাকো সার্জন ডাঃ এ এস এম মঈন হাসানের নের্তৃত্বে , ডাঃ আবিদুর রহমান আকাশ সহ ৮ সদস্যের চিকিৎসক টিম এই বিনা মূল্যে যান-বাহন শ্রমিকদের জন্য চক্ষু ও ডায়াবেটিক চিকিৎসা ক্যাম্পের শ্রমিকদের দিন ব্যাপী চিকিৎসা প্রদান করেন। মোঃ ইমরান খানের নের্তৃত্বে চক্ষু পরীক্ষা ও ডায়াবেটিস পরীক্ষা করেন ডায়াবেটিস কস্সালট্যান্ট সেন্টারের ইনচার্জ অপূর্ব পাল।

শ্রমিক নেতা শামীম হোসেন বলেন চক্ষু পরীক্ষা ও ডায়াবেটিস পরীক্ষা আমাদের চালকদের জন্য অনেক উপকারে আসবে। যানবাহন চালাতে গেলে শারীরিক সুস্থ্যতা ও চোখের দৃষ্টি সুস্থ্য থাকা খুবই গুরুত্ব্ পূন্য বলেন।

প্রধান অতিথি ধামরাই থানার অফিসার্স ইন্চার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন প্রতি দিন আমাদের সড়ক দূর্ঘটনা নিয়ে ব্যস্ত থাকতে হয়। দেখা গেছে চালকরা অসুস্থ্য অবস্থায় গাড়ী চালাচ্ছে। অনেকের দৃষ্টি শক্তি দূর্বল। ঢাকার ধামরাই উপজেলা নিরাপদ সড়ক চাই শাখার এই আযোজন যথেষ্ট উপকারে আসবে। এ আয়োজনে যানবাহন শ্রমিকরাও সর্তস্ফুত্ব ভাবে অংশ নিয়েছেন। তিনি ঢাকার ধামরাই উপজেলা নিরাপদ সড়ক চাই শাখার কর্মকর্তাদের এমন আযোজনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

(ডিসিপি/এএস/ডিসেম্বর ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test