E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘নিজেদের এলাকার সমস্যা নিজেরাই সমাধান করতে হবে’

২০২৪ নভেম্বর ৩০ ১৮:৫২:১৫
‘নিজেদের এলাকার সমস্যা নিজেরাই সমাধান করতে হবে’

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী থেকে সন্ত্রাস-দুর্নীতি ও মাদকমুক্ত করতে কাজ করে যাব বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এসএস মতিউর রহমান জুয়েল।

আজ শনিবার সকালে কালুখালী মহিলা কলেজ মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি অনেক আগে থেকেই রাজবাড়ীর মানুষের জন্য কাজ করে আসছি। এই এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারে সেই লক্ষ্য আমার। রাজবাড়ী-২ সংসদীয় আসন (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) উপজেলার মানুষ যাতে নিরাপদে থাকতে পারে সেই ব্যবস্থা করবো। একটা বিষয় লক্ষ্য রাখবেন, মানুষের মাঝে কোনো বিভেদ সৃষ্টি করতে দেওয়া যাবে না। নিজেদের এলাকার সমস্যা স্থানীয় মানুষেরাই সমাধান করবে।

তিনি আরও বলেন, আপনারা সবাই জানেন আমি যখন বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরী করি যশোর সেনানিবাসের জিওসি ছিলাম তখন রাজবাড়ী সেনানিবাস তৈরী করার জন্য নিরলসভাবে কাজ করেছি। ২০১৬ সালের ৭ জানুয়ারী তৎকালীন মহামান্য রাষ্ট্রপ্রতিকে কালুখালীতে নিয়ে এসেছিলাম, যাতে করে এই এলাকার উন্নয়ন হয়। কিন্তু বিগত সরকারের এমপি সেনানিবাস যাতে না হয় সেই প্রচেষ্টা করেছেন। তারা পদ্মা নদী থেকে বালি উত্তোলন করে নদী ভাঙ্গনের সৃষ্টি করে। ঐ এলাকা বর্তমানে অনেকাংশ নদীগর্ভে বিলীন হয়েছে। আশা করি অতিদ্রুত এই যায়গায় ভালো কিছু হবে।

আমি এখন পর্যন্ত রাজনৈতিক কোনো প্রোগ্রাম করছি না। যারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তারা একদিন পালানোর পথ পাবে না। জনগণই সকল ক্ষমতার উৎস্য। বাংলাদেশের নাগরিক হিসেবে আমার রাজনীতি করার অধিকার আছে। ভবিষ্যতে প্রয়োজন হলে রাজনীতি করবো।

(একে/এসপি/নভেম্বর ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test