E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি 

২০২৪ নভেম্বর ৩০ ১৭:৪৫:০২
মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি 

এস এ সাদিক, মেহেরপুর : মেহেরপুরে জন প্রতি ১৬০ টাকা খরচ করে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পেল ২০ জন।

গতকাল শুক্রবার রাতে পুলিশ লাইনে মেহেরপুরের পুলিশ সুপার পিপিএম মাকসুদা আকতার খানম পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন।

মেহেরপুরে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর ১ হাজার মত যুবক যুবতী আবেদন করে। পর্যায়ক্রমে যোগ্যতা যাচাই পরীক্ষায় ১০০ জন পরীক্ষার্থী সিলেক্ট হয়। লিখিত পরীক্ষায় ১০০ জন অংশগ্রহণ করে ২০ জন উত্তীর্ণ হয়।

পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে উত্তীর্ণ ১৯ জন ছেলে সহ ১ জন মেয়ে মোট ২০ জনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেহেরপুর জেলার পুলিশ সুপার পিপিএম মাকসুদা আকতার খানম, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল আহসান, মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অ্যাপ) মহিদুর রহমান।

এ সময় পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে উত্তীর্ণ হওয়া মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের ফাতেমা সুলতানা বলেন আমার চাকরির পিছনে সম্পূর্ণ অবদান আমার মায়ের। আমি উত্তীর্ণ হয়ে যতটা আনন্দ পেয়েছি আমার এই ফলাফল আমার মা শুনলে আমার থেকে বেশি আনন্দ পাবে। নিজের যোগ্যতায় এতদূর আসছি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এসপি ম্যাডাম এবং অ্যাডিশনাল এসপি স্যারদের কে অসংখ্য ধন্যবাদ যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ করার জন্য।

(এসএএস/এসপি/নভেম্বর ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test