E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান

২০২৪ নভেম্বর ৩০ ১৭:৩২:৫৭
মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন সার্কেল চ্যাম্পিয়ান

এস এ সাদিক, মেহেরপুর : "ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল" এই স্লোগান সামনে রেখে মেহেরপুরে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগের ফাইনাল খেলার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার দুপুরে মেহেরপুর পৌরসভার ১নং ওয়ার্ড ঘোষপাড়ায় এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগের ফাইনাল খেলায় একদিন গ্রহণ করে মেহগনি বাগান ওয়ারিয়র্স এবং অপরদিকে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন সার্কেল।

চ্যাম্পিয়ন সার্কেল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১২ ওভারে ১১১ রানের টার্গেট দেয়। জবাবে মেহগনি বাগান ওয়ারিয়র্স ১২ ওভারে ৬৪ রান সংগ্রহ করে পরাজয় বরণ করে এবং চ্যাম্পিয়ন সার্কেল জয় লাভ করে।এ সময় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন সার্কেলের লিখন।

গোলাম রাব্বির সভাপতিত্বে মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর জাহাঙ্গীর বলেন, "মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই টুর্নামেন্টের মাধ্যমে শুধু খেলাধুলার চর্চাই নয়, বরং সামাজিক বন্ধন ও উন্নত মানসিকতার বিকাশ সম্ভব।"

বিশেষ অতিথির বক্তব্যে সীমান্ত ব্যাংকের সিনিয়র অফিসার ও স্পোর্টস ওয়ার সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক মীর রাব্বি রেনেস বলেন, মেহেগুনি বাগান প্রিমিয়ার লিগের আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, যারা এত সুন্দর আয়োজনটি সফলভাবে সম্পন্ন করেছেন। আমরা আশা করি, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন বারবার হবে এবং এটি মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘোষপাড়া বাইতুন নূর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তরিকুল ইসলাম, জহিরুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেন।

এই আয়োজনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। এবং তারা এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

(এসএএস/এসপি/নভেম্বর ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test