E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে ফিলিস্তিনি জনগণের ‌মুক্তি সংগ্রাম কমিটির সংহতি সমাবেশ

২০২৪ নভেম্বর ২৯ ১৫:৪৮:৩৯
ফরিদপুরে ফিলিস্তিনি জনগণের ‌মুক্তি সংগ্রাম কমিটির সংহতি সমাবেশ

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : শুক্রবার সকালে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সাম্রাজ্যবাদী আমেরিকার মদদে ফিলিস্তিনে ইসরায়েলের হত্যাকাণ্ড ও দখলদারিত্বের ‌ ‌ বিরুদ্ধে আন্তর্জাতিক সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে একটি সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফিলিস্তিনি জনগণের মুক্তি সংগ্রাম কমিটির ব্যানারে অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা খেলাঘরের সভাপতি আলতাফ হোসেন। ‌বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অরুন কুমার শীল এর সঞ্চালনায় অনুষ্ঠেয় অনুষ্ঠানটিতে বক্তব্য রাখেন- কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রফিকুজ্জামান লায়েক, এডভোকেট মানিক মজুমদার, বিপ্লবী কমিউনিস্ট লীগ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুল কাদের আজাদ, যুব ইউনিয়নের ‌সাধারণ সম্পাদক মো. ইমদাদ মিয়া, মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা হোসনে আরা খানম, কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক অজিত বিশ্বাস প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‌সারা পৃথিবীর মানুষ যেখানে ফিলিস্তিনি‌র ওপর বর্বর হামলায় নিন্দা করছেন, সেখানে আমেরিকার প্রত্যক্ষ মদদে ইসরায়েল দিনের পর দিন ‌ফিলিস্তিনিদের ওপর অমানবিক নির্যাতন করছে।

সেখানকার হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করছে। তাদের এ আক্রমন থেকে ‌বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ‌বসতবাড়ি এমনকি হাসপাতালও রক্ষা পাইনি, লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বাড়িঘর হারিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। এসব নারকীয় হত্যাকাণ্ডের ফলে সেখানকার মানুষের মানবিক বিপর্যয় ঘটেছে। অনেক শিশু, নারী, বয়স্করাও ‌তাদের ওই হামলার শিকার হয়েছে। আমেরিকা সব সময় মুখে বিশ্বশান্তির কথা বললেও তারা কার্যত এই হামলার বন্ধের এখনো কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

বক্তারা বলেন, ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত ইসরায়েলী বাহিনী আমেরিকার প্রত্যক্ষ মদদে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে প্রায় ৪৫ হাজার নিরীহ বেসামরিক জনগণকে হত্যা করেছে। বক্তারা ইসরায়েলের এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাগুলো বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

(আরআর/এএস/নভেম্বর ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test