E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বিনামূল্যে চিকিৎসা সেবা, পানি ও ঔষধ পেয়ে খুশি হাজারো মুসল্লি

২০২৪ নভেম্বর ২৯ ১৫:৩৯:৫১
বিনামূল্যে চিকিৎসা সেবা, পানি ও ঔষধ পেয়ে খুশি হাজারো মুসল্লি

গোপালগঞ্জ প্রতিনিধি : বিশ্ব বরেণ্য আলেম আল্লামা শামসুল হক ফরিদপুরী প্রতিষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা মাদ্রাসা । প্রতি বছর এ মাদ্রাসায় ৩ দিনের ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশ-বিদেশের লাখ-লাখ মুসল্লি অংশ নেন। এ বছর মাদ্রাসার ৮৯ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এতে আগত জামাতবদ্ধী মুসল্লিদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, পানি ও ঔষধ বিতরণ করা হচ্ছে।

গত বুধবার ২৭ নভেম্বর থেকে শুরু হওয়া গওহরডাঙ্গা মাদ্রাসার ৩ দিন ব্যাপী ওয়াজ মাহফিলে এ সেবা দিয়ে যাচ্ছে একটি সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন "স্বপ্ন পূরন”। মাহফিলের প্রথম দুই দিনে তিন থেকে চার হাজার ও শেষ দিনে আজ শুক্রবার পাঁচ থেকে সাত হাজার মানুষকে বিনামূল্যে এসব সেবা দিচ্ছে তারা।

গত বছরের ওয়াজ মাহফিল থেকে এই সেবামূলক কার্যক্রম শুরু করে স্বপ্ন পূরণ সংগঠনটি। এ বছরও সংগঠনটি এ সেবা অব্যাহত রেখেছে। হাতেগোনা কয়েকজন প্রচার বিমুখ মানুষের অর্থনৈতিক সহযোগিতায় বিভিন্ন সময় সেবামূলক কাজ করে থাকে ‘স্বপ্নপূরন’।

সংগঠনের সভাপতি কাজী শাহরিয়ার হিমেল বলেন, দেশ-বিদেশ থেকে লাখ-লাখ ধর্মপ্রাণ মুসলমান ওয়াজ মাহফিলে আসেন। কিন্তু এখানে বিশুদ্ধ পানির অভাব, আর কাছাকাছি কোন ঔষধের দোকান না থাকায় একটু অসুস্থ হলেও ভোগান্তিতে পড়তে হয় ধর্মপ্রাণ মুসল্লিদের। তাই তারা যাতে সুস্থ ভাবে ওয়াজ মাহফিল সম্পন্ন করতে পারে তাই আমাদের এ আয়োজন।

স্বপ্নপূরণের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, শুধু ওয়াজ মাহফিলে নয় আমরা সারা বছর বৃক্ষরোপণ, শীত বস্ত্র বিতরণসহ বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি।আগত ধর্মপ্রাণ মুসল্লিদের চিকিৎসা সেবা প্রদানের জন্য একটি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রে প্রতিদিন কয়েক হাজার মানুষকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হচ্ছে। এছাড়া মাহফিলের স্থলে বিশুদ্ধ পানি পৌঁছে দিচ্ছে আমাদের স্বেচ্ছাসেবীরা।

বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা, ঔষধ ও পানি পেয়ে ব্যাপক খুশি আগত মুসল্লিরা। গোপালগঞ্জের ডুমদিয়া থেকে ওয়াজ মাহফিলে আসা মুসল্লী ইসলাম শেখ বলেন, টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা মাদ্রাসায় তিন দিনব্যাপী জামাতে এসেছি। বিনামূল্যে বিশুদ্ধ পানি, ঔষধ ও চিকিতসা সেবা নিয়েছি। এটা সত্যিই খুব ভালো উদ্যোগ।

ময়মনসিংহ থেকে আগত মুসল্লী জোবায়ের আল মামুন বলেন, এই ওয়াজ মাহফিলে দেশের দূরদূরান্ত ও বিদেশ থেকে আলেম-ওলামারা ৩ দিনের জন্য জামাতবদ্ধী হয়ে এসেছেন। কিছুটা অসুস্থ হয়ে পড়লে এখানে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।এছাড়া প্যারাসিটামল, স্যালাইন, গ্যাসের ঔষধ, ব্যথা সহ বিভিন্ন ঔষধও বিনামূল্য দেওয়া হচ্ছে। ওয়াজ মাহফিলের কাছে এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়।

(এমএস/এএস/নভেম্বর ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test