E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দেহব্যবসা, মাদকের কারবারী থেকে মুক্তি পেতে ইউপি সদস্যদের ব্যতিক্রমী উদ্যোগ

২০২৪ নভেম্বর ২৮ ১৯:৪৩:২৮
দেহব্যবসা, মাদকের কারবারী থেকে মুক্তি পেতে ইউপি সদস্যদের ব্যতিক্রমী উদ্যোগ

মোঃ শাজনুস শরীফ, বরগুনা : অবাধে দেহব্যবসা ও মাদকের কারবার থেকে মুক্তি পেতে বরগুনায় মতবিনিময় সভা করেছে ইউপি সদস্যরা। এ মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

আজ বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের ডৌয়াতলা বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো: ওয়াসিমের আয়োজনে ও সভাপতিত্বে ব্যতিক্রধর্মী এ মতবিনিময় বুড়িরচর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ ৭টি ওয়ার্ডের সদস্য, গণমাধ্যমকর্মী, আইনজীবি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ মতবিনিময় সভায় বক্তারা বলেন, অত্র ইউনিয়নের সকল ওয়ার্ডের দেহ ব্যবসায়ী, মাদক সেবী ও কারবারিদের তালিকা করে ইউনিয়ন পরিষদের রেজুলেশনে লিপিবদ্ধ করতে হবে। ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদেয় সকল সরকারি সুবিধাসহ তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। তবে যদি তার আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে তাহলে আবার তাদের পূনর্বাসনের সুযোগ দেওয়া হবে।

(এসএস/এসপি/নভেম্বর ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

৩১ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test