E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

সোনাতলায় উপজেলা আ.লীগের দুই নেতাসহ গ্ৰেফতার ৩

২০২৪ নভেম্বর ২৮ ১৭:২৭:৩৪
সোনাতলায় উপজেলা আ.লীগের দুই নেতাসহ গ্ৰেফতার ৩

বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের দুই নেতা সহ চোর সন্দেহে একজনকে গ্ৰেফতার করেছে পুলিশ। 

গ্ৰেফতারকৃতরা হলেন- পৌরসভার কানুপুর গ্ৰামের মৃত আব্দুল কাদের আকন্দের ছেলে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুল হক আকন্দ বাবু ও আগুনিয়াতাইর এলাকার আশরাফ আলীর ছেলে মতি বাটে।

থানা পুলিশ জানিয়েছেন, বুধবার (২৭ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় তাদের গ্ৰেফতারে অভিযান চালানো হয়। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বাবুকে বোচারপুকুর এলাকা ও মতি বাটে কে রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্ৰেফতার করা হয়।

জানা যায়, গত ৫ই আগস্ট সারাদেশের ন্যায় সোনাতলায় উপজেলার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, ভাঙচুর সহ নাশকতায় জরিত থাকার দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে ডালাস কেবল নেটওয়ার্ক এর স্বত্তাধিকারী ইকবাল আজম ডাবলুর উপজেলা সংলগ্ন বাসা থেকে দুটি মটরসাইকেল চুরি হয়। এ সংক্রান্তে গত ১৮ অক্টোবর ডাবলু বাদি হয়ে সোনাতলা থানায় মামলা দায়ের করেন। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। পরে উপজেলার মহব্বতের পাড়া থেকে মটরসাইকেল দুটি উদ্ধার করে পুলিশ। তবে মামলায় সন্দেহ ভাজন হিসেবে রায়হান ইসলাম রনিকে গ্ৰেফতার করে পুলিশ। পরে আসামিদের পুলিশি পাহারায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিনাদুন নবী বলেন, বাবু ও মতিকে অগ্নিসংযোগ ভাংচুর নাশকতা সহ রাজনৈতিক মামলায় ও রনিকে চুরির মামলায় সন্দেহ জনক ভাবে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়।

(বিএস/এসপি/নভেম্বর ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test