E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য, শিক্ষার্থীর আত্মহত্যা

২০২৪ নভেম্বর ২৮ ১৩:২৭:১৩
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য, শিক্ষার্থীর আত্মহত্যা

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলায় নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য হওয়ায় আব্দুর রহিম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার নড়াগাতি থানার ডুমরিয়া সোসাইঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী ডুমরিয়া গ্রামের মো. ফুরকান মোল্যার ছেলে। সে যোগানিয়া ডি. এন মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

পরিবার ও সহপাঠী সূত্রে জানা গেছে, এসএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় প্রস্তুতি ভালো না থাকায় সাত বিষয়ে অকৃতকার্য হয় আব্দুর রহিম। এ কারণে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করতে দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনা নিয়ে পরিবারের ভয়ে কাউকে কিছু না জানিয়ে বুধবার ফজরের নামাজের পর দড়ি হাতে বাড়ি থেকে বেরিয়ে যায় সে।

পরে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাগানে গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। খবর পেয়ে নড়াগাতি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পরীক্ষায় অকৃতকার্য হবার কারণে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

(আরএম/এএস/নভেম্বর ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test