E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন অটল ছাপ্পান্ন

২০২৪ নভেম্বর ২৮ ১৩:১৫:২৭
শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন অটল ছাপ্পান্ন

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির রিজিয়নের কাপ্তাই সেনা জোন অটল ছাপ্পান্ন এর ব্যবস্থাপনায়  শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কাপ্তাই অটল ছাপ্পান্ন।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে কাপ্তাই জোনের, জোন সদরে ইউনিট খেলার মাঠে ফাইনাল খেলায় অটল ছাপ্পান্ন ৯ রানে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি শহীদ সামসুদ্দিন তীবরিজি স্মৃতি সংঘ ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উভয় দলের মধ্যে ট্রফি তুলে দেন কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার, অটল ছাপ্পান্ন এর অধিনায়ক লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি। এসময় তিনি বলেন, বর্তমানে প্রেক্ষাপটে যুব সমাজকে মাদকের ভয়াল থাবা হতে রক্ষায় সুস্থ বিনোদনের জন্য খেলাধুলার বিকল্প নেই।

এর প্রেক্ষিতে কাপ্তাই সেনা জোন শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজনের উদ্যোগ নেন। জোন কমান্ডার তার বক্তব্যে আরোও বলেন,আমি নিজেও একজন খেলাধুলা প্রিয় মানুষ, অদূর ভবিষ্যতে কাপ্তাই সেনা জোনের পক্ষ হতে আরো খেলার প্রতিযোগিতার আয়োজন করা হবে, এই ব্যাপারে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।

এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ সহ ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর কর্মকর্তারা এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর হতে শুরু হওয়া এই খেলায় কাপ্তাই উপজেলার সর্বমোট ১২টি দল অংশগ্রহণ করেন।

(আরএম/এএস/নভেম্বর ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test