E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে পলাতক ফাঁসির আসামি ওবায়দুর গ্রেফতার

২০২৪ নভেম্বর ২৭ ১৯:৪৩:১১
ফরিদপুরে পলাতক ফাঁসির আসামি ওবায়দুর গ্রেফতার

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ২০১৯ সালের ১৫ মার্চ তারিখে ফরিদপুরের বোয়ালমারি থানায় করা একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওবায়দুর মোল্যা (৩০)কে ফরিদপুরের সদরপুর থানাধীন বাবুর চর এলাকা থেকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা।

আজ বুধবার জেলা পুলিশের একটি প্রেস রিলিজের মাধ্যমে ওই ঘটনার বিবরণ দেয় ফরিদপুর জেলা পুলিশ।

পুলিশ জানায়, বোয়ালমারি থানায় হওয়া ওই মামলার বাদি মো. রবিউল ইসলাম (৫১) পিতা- মো. আ. জলিল মুন্সী, সাং- গন্ধখালী, থানা- মধুখালি, জেলা- ফরিদপুরে এজাহার দায়ের করেন যে, তার ছোটবোন (ভিকটিম) মনিরা বেগম (৩০)কে প্রায় ১৩ বছর পূর্বে মো. আফসার মোল্যা পিতা- মৃত কাদের মোল্যা, সাং- পশ্চিম ভাটদী, থানা- বোয়ালমারি, জেলা- ফরিদপুর এর সাথে বিবাহ দেন। বিবাহের পর তাহার ভগ্নিপতি সৌদি আবর প্রবাসী ছিলেন। ভিকটিম মনিরা বেগমের মাফি (১১) ও তামাসসুম (০৮) ২টি শিশু সন্তান ছিল। গত ১০ মার্চ ২০১৯ ইং তারিখ রাত অনুমান ৯ টার সময় রাতের খাওয়া দাওয়া শেষে তার ২ শিশু সন্তান নিয়ে বসত ঘরে ঘুমিয়ে পড়ে। পরের দিন ইং ১১ মার্চ ২০১৯ ইং তারিখ সকাল ৫ টার দিকে তার শ্বাশুড়ী রোকেয়া বেগম (৬০) মনিরা বেগমের বসত ঘরের কেচি গেট ও দরজা খোলা দেখে ঘরে প্রবেশ করে তার শিশু সন্তানকে ঘুমানো অবস্থায় দেখে ডাকাডাকি করেন। তখন ভিকটিমকে না পাইয়া বাদীকে মোবাইল ফোনে জানালে পরবর্তীতে বাদী ও তাহার আত্মীয় স্বজন ভিকটিমকে খোজাখুজি করে না পেয়ে বোয়ালমারি থানায় একটি জিডি করেন। অতঃপর ইং ১৪ মার্চ ২০১৯ তারিখ বিকাল অনুমানিক ৪ টার সময় বোয়ালমারী থানাধীন পশ্চিম ভাটদী সাকিনের জনৈক খালেক মাতুব্বর ১০০ নং পশ্চিম ভাটদী মৌজার গাড়ীর দোপ মাঠে যাওয়ার সময় জনৈক ফরমান খান পিতা- মৃত মুগদুম খান, সাং- পশ্চিম ভাটদী, থানা- বোয়ালমারী, জেলা- ফরিদপুর এর গম ক্ষেতে গলায় ওড়না পেঁচানো মৃত অবস্থায় পেয়ে বোয়ালমারী থানায় ভিকটিমের বড় ভাই রবিউল ইসলাম, অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলা তদন্ত ও বিচারিক কাজ শেষে বিচারিক আদালত সদ্য গ্রেফতারকৃত আসামি ওবায়দুর মোল্যা (৩০) পিতা- ওয়াহেদ মোল্যা, সাং- পশ্চিম ভাটদী, থানা- বোয়ালমারি, জেলা- ফরিদপুরকে মৃত্যুদন্ড রায় প্রদান করে। রায়ের পর হতে মৃত্যুদণ্ড সাজা প্রাপ্ত আসামি ওবায়দুর মোল্যা বিভিন্ন স্থানে পলাতক ছিল। মঙ্গলবার ২৬ (নভেম্বর) ২০২৪ তারিখ দিবাগত রাত পৌনে ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর জেলার সদরপুর থানাধীন বাবুরচর বাজার এলাকা থেকে সদরপুর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই (নিঃ) মিনারুল কাজী ও এসআই (নিঃ) হাদিউজ্জামান শেখ ওই মৃত্যদণ্ড সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেন। পরবর্তীতে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশের গ্রেফতারকৃত মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি ওবায়দুর মোল্যাকে কারাগারে পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছেন ফরিদপুর জেলা পুলিশের ডিআইও-ওয়ান মো. শাহজালাল আলম।

(আরআর/এসপি/নভেম্বর ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test